Tuesday, August 26, 2025

প্রতিবছর, বেশ ধুমধাম করেই দুর্গাপুজো হয় মুম্বাইয়ের মুখার্জী পরিবারে। সারা বছর কাজের চাপে দেখা না হলেও, দুর্গাপুজো উপলক্ষে একত্রিত হন রানি মুখার্জী, কাজল, তনুশ্রীরা। নিজে হাতে ভোগ পরিবেশন করেন কাজল ও স্বামী অজয় দেবগন।

কিন্তু এবছর সেই ছন্দে একটু ভাটা পড়েছে। মুখার্জী বাড়িতে পুজো হচ্ছে ঠিকই। তবে এইবছর বাড়ির পুজোয় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেবগন পরিবার। কেন? প্রথম কারণ অবশ্যই করোনা ভাইরাস। আর দ্বিতীয় কারণ, পরিবারের এক সদস্যের মৃত্যু।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অজয় দেবগনের তুতো ভাই অনিল দেবগনের। বয়স হয়েছিল ৪৫ বছর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে খবরটা জানিয়েছিলেন অজয় দেবগন নিজেই। প্রেম প্রকাশ দেবগনের ছেলে ছিলেন অনিল। ১৯৯৬ সালে জিত-এ সহকারি পরিচালক হিসেবে বলিউডে পা রাখেন তিনি। এরপর, অজয় অভিনীত রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বলিউডের একাধিক ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১২ সালে, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।

আরও পড়ুন : নিউ নর্মালে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজোর আয়োজন আগরতলা ছাত্রবন্ধু ক্লাবের

ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অজয় ও কাজল। গত ৯ তারিখ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন কাজল। লেখেন, ” এবছর কোনও পুজো নয়। কিন্তু আমি জানি মা ওপর থেকে আমাদের সবাইকে দেখছেন। এই পরিস্থিতিতে সত্যিই ভগবানকে খুব দরকার। ”

প্রসঙ্গত, টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো খুবই বিখ্যাত। কিন্তু, এবছর এই দুই বাড়ির উৎসবেই ভাটা পড়েছে। করোনা আবহে টলিউডের মল্লিক বাড়ির দুর্গাপুজোতেও এবার জনসাধারণের প্রবেশে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

আরও পড়ুন : করোনা আবহে মল্লিক বাড়ির পুজোয় সর্বসাধারণের প্রবেশে জারি হল নিষেধাজ্ঞা

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version