Tuesday, December 16, 2025

সরানো হল গণধর্ষণের অভিযোগ, হাথরস মামলা হাতে নিয়েই বিতর্কে সিবিআই

Date:

হাথরস গণধর্ষণকাণ্ডের ঘটনা ভারতের মহিলাদের নিরাপত্তা নিয়ে তুলে দিয়েছে বড়সড় প্রশ্ন চিহ্ন। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আবেদনে মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তদন্ত হাতে নিয়েই এবার বিতর্ক উস্কে দিল এই কেন্দ্রীয় এজেন্সি। রবিবার সকালে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, গণধর্ষণ এবং খুনের অভিযোগে দায়ের করা এফআইআরের কপি–‌‌সহ প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে সিবিআই। কিন্তু, বেলা বাড়তেই তা সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয় যে এফআইআর সিবিআইয়ের তরফে প্রকাশ করা হয় সেখান থেকে মুছে ফেলা হয়েছে গণধর্ষণ ও খুনের অভিযোগ গুলো। শুধু তাই নয় বাকি অভিযুক্তদের সরিয়ে দিয়ে শুধুমাত্র সন্দীপ নামের এক যুবককে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে নয়া এফআইআরে।

হাথরস কাণ্ডের তদন্তভার হাতে নিয়ে সিবিআইয়ের তরফে যে প্রেস বিজ্ঞপ্তি সকালে প্রকাশ করা হয় সেখানে এসসি এসটি ধরার পাশাপাশি দলিত মেয়েটিকে খুনের চেষ্টা, গণধর্ষণ এবং খুনের অভিযোগের ধারায় এফআইআর দায়ের করা হয়। তবে সকালের ওই এফআইআর পুরোপুরি বদলে যায় দুপুরে। সিবিআইয়ের ওয়েবসাইটে প্রথম এফআইআরের সমস্ত তথ্য ও বিজ্ঞপ্তি মুছে দিয়ে নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে। এক অভিযুক্তের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে মৃতের ভাইয়ের এক অভিযোগের ভিত্তিতে হাথরসের চান্দপা থানায় একটি মামলা দায়ের হয়েেছিল। তাতে বলা হয়েছে, অভিযুক্ত তাঁর বোনকে শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করছিল।’ স্বাভাবিকভাবেই এই ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি সিবিআইয়ের এহেন পদক্ষেপের বিরুদ্ধে তুমুল সমালোচনা করার যোগী সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: হাথরাসের পর… গণধর্ষণ করে মা-ছেলেকে বেঁধে ফেলা হলো নদীতে

এক টুইটে তিনি লেখেন, ‘অত্যন্ত লজ্জাজনক সত্যিটা এটাই যে এখনও অনেক ভারতীয় দলিত মুসলিম ও আদিবাসীদের মানুষ হিসেবে গণ্য করে না। মুখ্যমন্ত্রী ও তার পুলিশ বলছে কেউ ধর্ষণ হয়নি কারণ তাদের মত অনেক ভারতীয়র কাছে মেয়েটি কেউ না।’ প্রসঙ্গত, হাথরসের গণধর্ষণ কাণ্ড ও নির্যাতিতার মৃত্যুর পর একের পর এক বিতর্কে জড়ায় উত্তরপ্রদেশ পুলিশ। নির্যাতিতার মৃতদেহ পরিবারের হাতে তুলে না দেওয়ার পরিবর্তে মধ্যরাতে পরিবারের সদস্য ছাড়াই পেট্রোল ঢেলে দেহ জ্বালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পরিবারের লোকজনকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় জেলা শাসকের বিরুদ্ধে। সিটের তদন্তের উপর ভিত্তি করে একাধিক পুলিশ কর্মী ও আধিকারিককে বরখাস্ত করে যোগী সরকার।

অন্যদিকে দোষীদের শাস্তি চেয়ে সরব হয়ে ওঠে গোটা দেশ। পরিস্থিতি বেগতিক বুঝে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় যোগী সরকার। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়, এই ঘটনাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ রাজ্যে জাতিগত হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ সহ ৪০০ জনের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Related articles

আদৌ কি টলিপাড়ায় সমকামী বিয়ে হয়েছে? ‘অকারণ গুঞ্জন’ নিয়ে মন্তব্যে নারাজ সুচন্দ্রা!

দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয়...

১০০০ কোটি ডলারের মামলা দায়ের! বিবিসি-র ভুলে ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে...

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...
Exit mobile version