মিথ্যা, উস্কানিমূলক খবর পরিবেশনের অভিযোগ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি-র বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মামলা দায়ের করেলন ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)।
২০২১ সালে বিবিসি সম্পাদিত তথ্যচিত্রে দেখানো হয়, সেই বছর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ফলপ্রকাশের পরে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা করে উত্তেজিত জনতা। হামলার জেরে আঙুল ওঠে ট্রাম্পের(Donald Trump) দিকে। ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটনের এক অনুষ্ঠানে ট্রাম্পের দু’টি আলাদা আলাদা বক্তব্যকে এমনভাবে জুড়ে বিবিসি-র ওই তথ্যচিত্রে দেখানো হয়েছিল, যা শুনে মনে হয়- ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্প প্রত্যক্ষ উস্কানি দিয়েছিলেন। এই ঘটনার পরে বিবিসি-র এই তথ্যচিত্র নিয়ে প্রথমে প্রতিবাদ করে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিনা লেভিট বলেছিলেন, এমন কোনও হিংসাত্মক কার্যকলাপের প্ররোচনা দেননি ট্রাম্প।
মামলায় ট্রাম্প বলেন, ক্ষমা চাইলেও বিবিসি তাদের ভুলের জন্য প্রকৃত অনুশোচনা দেখায়নি বা ভবিষ্যতে এমন সাংবাদিকতার অপব্যবহার ঠেকাতে কোনো অর্থপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনেনি। ট্রাম্পের আইনি দলের এক মুখপাত্র অভিযোগ করেন, বিবিসি দীর্ঘদিন ধরেই ট্রাম্পকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করছে, যা তাদের রাজনৈতিক উদ্দেশ্যের অংশ।
পরে বিবিসি-র বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ তুলে তথ্য ফাঁস করে সেই দেশেরই একটি সংবাদপত্র। গত নভেম্বর মাসে সমসয়ীমা বেঁধে দিয়ে তথ্যচিত্রটি তুলে নেওয়ার দাবি জানান ট্রাম্পের আইনজীবীরা। তথ্যচিত্রটির ভুল সম্পাদনার জন্য মার্কিন প্রেসডেন্টের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। চাপের মুখে পদত্যাগও করেন বিবিসি-র ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও ডেবোরা টার্নেস।
–
–
–
–
