দিন কয়েক আগেই খবরে প্রকাশ টলিপাড়ার প্রথম সমকামী বিয়ের (Samesex marriage) কথা। জানা যায় ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী একে অন্যের সঙ্গে সাতপাকে ঘুরেছেন (lesbian marriage in Tollywood)। এমনকি ১০০ জন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতেই এই লেসবিয়ান ম্যারেজ সম্পন্ন হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। যদিও ঘটনার কোনও ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। কিন্তু যে দুজনকে নিয়ে এই খবর তাঁদের মধ্যে একজন হলেন ছোটপর্দার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর জনপ্রিয় অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় (Suchandra Banerjee)। সত্যিই কি তিনি সমপ্রেমে পড়েই সাহসী বিয়েটা করে ফেলেছেন? অভিনেত্রীর সাফ জবাব, ‘অকারণ গুঞ্জনে তিনি নেই। এ বিষয়ে কোনও কথা বলবেন না।’ অন্যদিকে যাঁর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন সেই অভিনেত্রী রিয়া দত্ত (Riya Dutta) দিন কয়েক কলকাতার বাইরে ছিলেন। ঠিক যে সময় বিয়ে নিয়ে খবর ছড়ায় তখন সুচন্দ্রাও বাইরে। দুজনের সম্পর্ক নিয়ে যেহেতু গুঞ্জন ছিল তাই দুয়ে দুয়ে চার করে ফেলেন অনেকে। কিন্তু সোমবার দুপুরের পর থেকে টলিপাড়ায় শুরু হয় ফিসফাস। যা রটেছে তা নাকি সত্যি নয়! তাহলে আসল ঘটনাটা কী? দ্বিধাবিভক্ত স্টুডিও পাড়া থেকে সোশ্যাল মিডিয়া এমনকি সংবাদমাধ্যমের একাংশও।
সুচন্দ্রা আসলে পাহাড়ি এলাকার মানুষ। ছুটি পেলেই শৈলশহরে থাকতে পছন্দ করেন। খোঁজখবর নিয়ে জানা যায়, রিয়াও মাঝেমধ্যেই সেখানে যান এবং পাহাড়ের শৈত্য আমেজেই নাকি দুজনের বিশেষ বন্ধুত্বের সূচনা। দিন কয়েক আগে জরুরি প্রয়োজনে নিজের পাহাড়ি শহরে নিজের হোমস্টেতে গেছিলেন সুচন্দ্রা। ওই সময় রিয়াও শহরের বাইরে ছিলেন। কেউ কেউ বলছেন তাঁর (Riya Dutta) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বারবার একাধিক পাহাড়ি এলাকায় এবং হোমস্টের ছবি দেখা গেছে যার সঙ্গে সুচন্দ্রার হোমস্টের মিল পেয়েছেন অনেকে। যদিও এই বিষয়টির মধ্যে সত্যতা আছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে কেউ বলছেন ছোটপর্দার ‘আর্যর মা’ নাকি নিজের বিয়ের জন্যই ছুটি নিয়েছিলেন এবং ১০০ জনের উপস্থিতিতে তিনি শুভ কাজ সুসম্পন্ন করেছেন। আবার অন্যদিকে এমন কথাও শোনা যাচ্ছে যে অভিনেত্রীর বিয়ে নাকি আগামী জানুয়ারি মাসে। ফলে সুচন্দ্রার বিবাহ অনুষ্ঠান ঘিরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, তিনি নিজেও নাকি একাধিক ফোন কল আর এই ধরনের খবর শুনতে শুনতে ক্লান্ত। এখন নাকি ‘বিয়ে’ শব্দটাকেই ভয় পাচ্ছেন তিনি। এমনকি আগামী দিনের সাতপাক ঘুরবেন কিনা তা নিয়েও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারছেন না। এদিকে রিয়ার তরফেও কোন মন্তব্য মেলেনি। তাই খুব স্বাভাবিকভাবেই টলিপাড়ার ‘প্রথম সমকামী বিয়ে’র বাস্তবতা নিয়ে ধোঁয়াশাটা রয়েই গেল।
–
–
–
–
–
–
–
–
