Friday, August 22, 2025

চলতি বছরের মে মাসে গোটা বাংলা তাণ্ডব করেছে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ দুই ২৪ পরগনা। আম্ফানের পর মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। দুই ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা মানুষের মধ্যে। এরইমধ্যেই, ফের দুর্গাপুজোর আগেই প্রবল বিপর্যয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।

সপ্তাহখানেক আগেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, পুজোর আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি আরও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় গতি’র রূপ নিয়েছে।

আরও পড়ুন : উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া খুশির খবর শোনালো মোদি সরকার

পূর্বাভাস অনুযায়ী, গতি, শক্তি বাড়াচ্ছে সমুদ্রবক্ষে। আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আনুমানিক ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে আজ অন্ধপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘গতি’ প্রবেশ করবে ভারতের পশ্চিম উপকূলে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের তেমন ক্ষতি না হলেও, আতঙ্ক বেড়েছে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, ওডিশা, কর্ণাটক, মহারাষ্ট্র – এই পাঁচ রাজ্যের।ঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশ, ওডিশার উপর দিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। যার কারণে অন্ধ্রপ্রদেশে জারি করা হতে পারে লাল সংকেত। তবে পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া ও সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version