ভাইরাসে আক্রান্ত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

এবার ভাইরাসে আক্রান্ত হলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। সোমবার নিজেই এই খবর টুইটারে জানিয়েছেন তিনি। সেলফ আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন তিনি।

সপ্তাহ খানেক আগে কোভিড পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসেন তিনি। এরপর থেকে আইসোলেশনে ছিলেন জয়রাম ঠাকুর। ভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করান। সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই সেলফ আইসোলেশনে আছেন। এদিন তিনি টুইটারে লেখেন, ‘‘এক সপ্তাহ আগে কোভিড আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসি। নিজের বাড়িতেই সেলফ আইসোলেশনে ছিলাম। তবে গত দুদিন ধরে, আমার করোনার কিছু লক্ষণ ছিল। এরপরই পরীক্ষা করাই। রিপোর্ট পজিটিভ এসেছে।’’

আরও পড়ুন:অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাতিল পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি

 

Previous articleউৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া খুশির খবর শোনালো মোদি সরকার
Next articleনবান্নে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি