Thursday, November 6, 2025

বিজেপিতে যোগ দিলেন তিন তালাকের বিরুদ্ধে প্রথম মামলাকারী সায়রা বানু

Date:

বলা যেতে পারে তার দৌলতেই তিন তালাকের ভয়াবহ কালিমা থেকে মুক্ত হয়েছে ভারত। তিনিই প্রথম মহিলা যিনি মুসলিম সমাজের এই কুপ্রথার বিরুদ্ধে সরব হয়ে শীর্ষ আদালতে প্রথম মামলা দায়ের করেন। পরে শীর্ষ আদালতে মামলা জয় তো বটেই। তিন তালাকের মতো ন্যক্কারজনক ঘটনাকে বন্ধ করতে আইন আনে সরকার। প্রতিবাদী সেই মহিলা সায়রা বানু এবার যোগ দিলেন বিজেপিতে।

উত্তরাখণ্ডের কাশীপুরের সায়রা বানুর লড়াইয়ের পর তিন তালাক আইনে পরিণত হওয়ার পর থেকেই তার বিজেপি যোগের সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। ২০১৮ সালে তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল দল। আয়োজন করা হয় অভ্যর্থনা অনুষ্ঠানের। যদিও শেষ পর্যন্ত তখন বিজেপিতে তিনি যোগ দেননি। সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পর সায়রা বানুকে বিজেপিতে স্বাগত জানানোর জন্য পুরোদমে আয়োজন শুরু করে দেয় দেরাদুনের বিজেপি কর্তৃপক্ষ। এরপর গত ১০ অক্টোবর উত্তরাখণ্ড বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে সায়রা বানু এদিন বলেন, ‘আমি বিজেপির নীতি ও আদর্শে প্রভাবিত হয়েছি। এই দলের নীতি দেশ ও দেশবাসীর উন্নতির জন্য আদর্শ। দল আমাকে যা দায়িত্ব দেবে আমি নিষ্ঠাভরে তা পালন করব।’ একই সঙ্গে বিজেপির হয়ে নির্বাচনে লড়ার কথাও এদিন জানান তিনি।

আরও পড়ুন: অবিলম্বে গ্রেফতার করতে হবে অর্ণব গোস্বামীকে, নেটিজেনদের দাবিতে ভরে উঠল টুইটার

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের নানান সামাজিক কাজে যুক্ত থাকার কারণে সায়রা বানুর পরিচিতি ব্যাপক। পাশাপাশি তিন তালাকের বিরুদ্ধে লড়াকু মহিলা হিসেবে গোটা দেশে তার খ্যাতি রয়েছে। উত্তরাখণ্ড রাজনীতিতে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে বিজেপির জন্য অন্যতম তুরুপের তাস হয়ে উঠবে এই সায়রা বানু এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কাশীপুরের সায়রা বানু ২০১৬ সালে তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রথম জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই মামলার রায়ে জানায় তিন তালাক অসাংবিধানিক। এরপরই কেন্দ্রীয় সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন প্রণয়ন করে। পাশাপাশি মুসলিম সমাজে বহুবিবাহ প্রথা বিরুদ্ধেও মামলা দায়ের করেছিলেন তিনি।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version