Wednesday, August 20, 2025

অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বাতিল পূর্বনির্ধারিত সমস্ত কর্মসূচি

Date:

Share post:

হঠাৎ অসুস্থ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আপাতত তিনি নিউটাউনের বাড়িতে বিশ্রামে আছেন। এদিন তাঁর একাধিক কর্মসূচি থাকলেও, তা বাতিল করে দিয়েছেন দিলীপবাবু। বিজেপি সূত্রে খবর, শুধু সোমবার নয়, আগামী কয়েকদিনে রাজ্য সভাপতির পূর্ব নির্ধারিত সমস্ত রাজনৈতিক কর্মসূচি বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, আজ সোমবার বিজয়া রাজে সিন্ধিয়ার ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল সভা ছিল সকাল ১১টা থেকে। সেখানে ভিডিও কনফারেন্সে হাজির থাকার কথা ছিল দিলীপ ঘোষের। কিন্তু অসুস্থতা বোধ করায় প্রধানমন্ত্রীর সভাতেও ছিলেন না তিনি।

এরপর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে রাজ্য বিজেপি সদর দফতর ৬, মুরলিধর সেন লেনে সাংবাদিক বৈঠক ডেকে ছিলেন। কিন্তু শেষ পর্যন্তও সেটাও বাতিল হয়ে যায়। যদিও তাঁর ঠিক কী হয়েছে বা ঠিক কী কারণে তিনি অসুস্থ তা এখনও দলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

উল্লেখ্য, গত কয়েক মাসে করোনা আবহে লকডাউন পর্ব ও আমফান বিধ্বস্ত বাংলায় একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন দিলীপ ঘোষ। দিল্লিতে গিয়ে শীর্ষ নেতৃত্বের একাধিক বৈঠকে যোগদান করেছেন রাজ্য বিজেপি সভাপতি। সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। শুধু দলীয় কর্মসূচি নয়, দিল্লিতে গিয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনেও যোগ দিয়েছেন দিলীপ ঘোষ। ফিরে দলীয় কর্মসূচী করেছেন। এদিনও তার বেশকিছু কর্মসূচি ছিল। সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করছিলেন তিনি। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আপাতত সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে দিলীপ ঘোষের।

আরও পড়ুন-রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা তিন লক্ষের কাছাকাছি

spot_img

Related articles

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...

ঘুরপথে ক্ষমতা দখল করতে কেন্দ্রের স্বৈরাচারী বিল মানবে না ইন্ডিয়া, গর্জন অভিষেকের 

রাজ্যের অধিকার খর্ব করার উদ্দেশ্য নিয়ে আবার একটি স্বৈরাচারী বিল আনতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। বুধবার লোকসভায় সেই...

দিল্লিতে ফের স্কুল ওড়ানোর হুমকি! স্নিফার ডগ নিয়ে চলছে তল্লাশি

সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য, দিল্লির দুই স্কুলে বোমা হুমকির (Bomb threat in Delhi Schools) জেরে রীতিমতো আতঙ্কিত অভিভাবক -...

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...