Monday, January 19, 2026

কোভিডের সৌজন্যে অনলাইনে মন ক্রেতাদের, ৭০ হাজার কোটি ক্ষতির আশঙ্কা বঙ্গের বাজারে

Date:

Share post:

নিউ নর্মালে পাল্টেছে বিশ্বের চেনা ছবি। বদলে গিয়েছে উৎসবের মেজাজও। পুজোর বাকি মাত্র কয়েকটা দিন। গড়িয়াহাট থেকে হাতিবাগান, নিউ মার্কেট থেকে বড়বাজারের ভিড় বাড়ছে। কিম্তু সেই ভিড় প্রতি বছরের খানিকটা হলেও ম্লান হয়েছে। আবার ভিড় হচ্ছে মানেই যে ক্রেতারা জিনিস কিনছেন, তাও না। আর তাতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন বিক্রেতারা।

গড়িয়াহাট থেকে বড়বাজারে ভিড় হলেও, জিনিস কেনার মতো ক্রেতার অভাব বলেই জানাচ্ছেন বিক্রেতারা। বিক্রেতাদের একাংশের বক্তব্য লকডাউনের পরে যে আর্থিক টানাটানি চলছে। ফলে অনেকেই কম করছেন কেনকেটা। ক্রেতারা বলছেন সংক্রমণ এড়ানোর জন্যই কেনাকাটা বাজারে গিয়ে না করে কিছুটা কেনাকাটা অনলাইন মার্কেটিং এর মাধ্যমেই করা হচ্ছে। আর এতেই ক্ষতির মুখ দেখছেন সাধারণ বিক্রেতারা। বড়বাজারের এক ক্রেতা বলেন, ‘‘রাস্তাঘাট বা বাজার সব জায়গায় ভিড় বাড়ছে। অনলাইনে যতটা সম্ভব কেনার চেষ্টা করছি। যেটা একেবারেই পাওয়া যাচ্ছে না, সেটা বাজারে এসে কিনতে হচ্ছে।’’

করোনা সংক্রমণের জেরে চলতি বছর মার্চ মাস থেকে শুরু হয় লকডাউন। সেই সময় থেকেই ক্ষতির মুখ দেখতে শুরু করেছেন সাধারণ ব্যবসায়ীরা। জুনে আনলক পর্ব শুরু হলেও তেমন লাভ হয়নি। আশা ছিল অন্তত দুর্গাপুজোয় কিছুটা হলেও পুষিয়ে যাবে ক্ষতি। উৎসবের মরশুমে স্টক এনেছেন বিক্রেতারা। কিন্তু তা বিক্রি হচ্ছে না। আদৌ বিক্রি হবে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেক বিক্রেতারা বলছেন নতুন স্টক অনেকটা ডিসকাউন্টে তাদের বিক্রি করতে হচ্ছে। কারণ ক্রেতার সংখ্যা একেবারেই কম।

অর্থনীতিবিদ প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উপলক্ষ্যে প্রায় ৭০ হাজার কোটি টাকার কেনাবেচা হয়। এই পরিস্থিতিতে কেনাকাটা করতে পারছেন না অনেকেই। এই পরিস্থিতে রাজ্যের অর্থনীতির উপরে বড় ধাক্কা হবে। অনলাইনে কেনাকাটা বেড়েছে ঠিকই। রাজ্যের ব্যবসায়ীরা লাভবান হবেন না।’’ তবে কোভিড পরিস্থিতি কেটে গেলে আবার বাজার ঘুরে দাঁড়াবে বলেই আশাবাদী তিনি।

আরও পড়ুন:করোনা সতর্কতায় বার্তা: এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

 

spot_img

Related articles

লিভইন পার্টনারকে খুন করে দেহ ট্রাঙ্কে ভরার অভিযোগ অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে

লিভইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ট্রাঙ্কে ভরে রাখার অভিযোগ উঠল এবার এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। শুধু তাই...

অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

ফের অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy )। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন তিনি। রবিবার...

ব্যর্থতার নজির গড়েই চলেছেন, ভারতীয় ক্রিকেটকে লজ্জায় ফেলছেন কোচ গম্ভীর

গৌতম গম্ভীর( Gautam Gambhir) ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর সাফল্য বলতে এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়।...

মাঘে কমছে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ

কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে...