করোনা সতর্কতায় বার্তা: এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে দুর্গাপুজো নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্রমণ রুখতে সব রকমের ব্যবস্থা নিচ্ছেন তিনি। এই কারণে এবার পুজো মণ্ডপে গিয়ে নয়, নবান্ন থেকে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন মমতা। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রী। ১৫, ১৬, ১৭ অক্টোবর পুজো উদ্বোধন তিনি।

১৫ তারিখ উত্তর কলকাতার পুজো
১৬ তারিখ যাদবপুর-বেহালার পুজো
১৭ তারিখ দক্ষিণ কলকাতার পুজো

• এ বিষয়ে মঙ্গলবার থেকেই অনলাইনে আবেদন করতে হবে পুজো কমিটিগুলিকে।
• বিকেল পাঁচটা থেকে নবান্নে বসেই পুজো উদ্বোধন করবেন মমতা।
তাঁর হাতে থাকবে প্রদীপ। আর পুজো মণ্ডপে প্রতিমার সামনে থাকবে প্রদীপ। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

মমতা জানান, সারা ভারতে কোনও জায়গাতেই প্রায় বারোয়ারি দুর্গাপুুজো করার অনুমতি নেই। দিল্লিতে একমাত্র চিত্তরঞ্জন পার্কে দুর্গাপুজো হবে। কিন্তু বাংলাতে কোথাও পুজো বন্ধ করা হচ্ছে না। কিন্তু এ বিষয়ে রাজ্যবাসীকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “করোনা সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন । পুজো মণ্ডপে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরুন । মাস্ক না পরে মণ্ডপে ঢুকতে চাইলে তাঁদের আলাদা করে দিন। পুজো মণ্ডপে স্যানিটাইজার ছড়ান ।
পুজো কমিটিগুলির সামর্থ্য থাকলে মাস্ক বিলি করুন।
ভিড় এড়াতে পুজো প্যান্ডেলের সামনে সংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না ।
পুজোর ব্যবস্থাপনা দেখে ‘বিশ্ববাংলা শারদ সম্মান’-এ অতিরিক্ত ১০ পয়েন্ট দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুজো কমিটিগুলির কাছে তিনি আবেদন করেন, মণ্ডপে মাইকে সচেতনতার প্রচার করার জন্য।

আরও পড়ুন-রাজ্যজুড়ে শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

Previous articleরাজ্যজুড়ে শুরু তিনদিনের ট্রাক ধর্মঘট, বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম
Next articleনামেই শান্তি-আলোচনা, গোপনে সীমান্তে দিল্লি বিরোধী রণকৌশল সাজাচ্ছে চিন