৬০ বছরে কিছুই করেননি, ১৫ মিনিটে কী করবেন? রাহুলকে প্রশ্ন কিশোরের

চিন প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতায় এক কিশোরের ভাইরাল ভিডিওকে হাতিয়ার করল বিজেপি। কিছুদিন আগে রাহুল বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটের মধ্যে চিনকে দেশ থেকে ছুঁড়ে ফেলে দিত। এই কথার পরেই অর্জুন ভাটি নামে এক কিশোর তাঁর ঠাকুমাকে নিয়ে একটি ভিডিও করেন। সেখানেই তিনি প্রশ্ন করেন রাহুলকে, “৬০ বছরে কিছুই করতে পারেননি, ১৫ মিনিটে কী করবেন?” অর্জুনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এই ভিডিওকে হাতিয়ার করে রাহুল গান্ধী-সহ কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই যে, এই ভিডিও নিয়ে এখনও মুখ খোলেননি রাহুল।

চিনের বিরুদ্ধে দেশের নীতি নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী। রাহুল বলেন, “দেশে ইউপিএ সরকার থাকত, তাহলে আমরা কখন চিনকে বাইরে ফেলে দিতাম, আমাদের মাত্র ১৫ মিনিট সময় লাগত”। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মানুষ মনে করিয়ে দিয়েছেন, কংগ্রেস আমলেই চিন ও পাকিস্তানের কাছে সবচেয়ে বেশি জমি হারিয়েছে ভারত। নিজের ভিডিও শেয়ার করে অর্জুন লেখেন, “রাহুলজি, আমি চেষ্টা করি আপনাকে মন থেকে সম্মান করার। কিন্তু আপনি নিজেই জানেন না যে, আপনি নরেন্দ্র মোদির বিরোধিতা করে দেশে বিরুদ্ধে কত ভুল কথা বলেন। আপনি আমাদের দেশের সেনাকে কমজোর ভাবেন, কাপুরুষ ভাবেন আপনি কেমন দেশভক্ত?” তবে এ নিয়ে রাহুল বা গান্ধী পরিবারের কেউ তো দূর কংগ্রেস কোনও উত্তর দেয়নি। ১৬ বছরের এক কিশোরের ভিডিও রাহুলের মুখ বন্ধ করে দিয়েছে বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন-এবার যোগী রাজ্যে একসঙ্গে তিন দলিতকন্যার উপর অ্যাসিড হামলা! প্রকট প্রশাসনিক ব্যর্থতা

Previous articleচোখে জল কিমের, নত মস্তকে চাইছেন ক্ষমা! অবাক দৃশ্যে বিস্মিত বিশ্ব
Next articleমহামারি আবহে বেসরকারি স্কুলগুলিকে ২০ শতাংশ ফি মকুবের নির্দেশ হাইকোর্টের