Saturday, August 23, 2025

পুজোয় বিশিষ্ট স্থান দেখাবে দোতলা বাস, উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

পুজোর মুখে শহরবাসীকে রাজ্য সরকারের উপহার, ফিরল ডাবল ডেকার। ১৫ বছর পরে নস্টালজিয়া জাগিয়ে মহানগরীর বুকে দোতলা বাস। মঙ্গলবার, নবান্ন থেকে দুটি ডাবলডেকার বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাস কলকাতার পর্যটনে বিশেষ ভূমিকা নেবে শুধু তা-ই নয় পুজোর সময় পরিক্রমার ক্ষেত্রেও ডবলডেকার শহরবাসীর মন জয় করবে বলে আশা মুখ্যমন্ত্রীর। জনপরিবহণের জন্য নয়, দোতলা বাস ফিরছে পর্যটনের আকর্ষণ হিসেবে; সম্পূর্ণ নতুন চেহারায়।
বিশিষ্ট জায়গাগুলি ঘুরে দেখাবে এই দোতলা বাস। পুজো পরিক্রমা করা যাবে তাতে।
সকাল সাড়ে ১০টা ও সাড়ে ১১টা এই দুটি সময় বাস ছাড়বে। দু’ঘণ্টার সফর থাকছে হুডখোলা ডাবল ডেকারে ।
সপ্তমী থেকে অনলাইনে এই বাসে বুকিং করা যাবে।

পুজোর আগে দোতলা বাস ঘিরে নানা আবেগ উস্কে দিয়েছে রাজ্য সরকার। তবে, লাল রং নয়, দোতলা বাস ফিরেছে নীল-সাদা রঙে, অত্যাধুনিক সাজে। অনেকটা লন্ডন সিটি ট্যুরের আদলে হুড খোলা দোতলা বাস।
রয়েছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। এই বাসে একটিই দরজা থাকবে। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় ভাইরাস সংক্রমণ রুখতে সর্তকতা অবলম্বন করতেই হবে। মাস্ক পরার উপর বিশেষ জোর দেন তিনি। একই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রেখে উৎসব পালনের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান শিল্পীদের অনুষ্ঠান না করতে পেরে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে পুজোর মণ্ডপ থেকে দূরে হলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-“জাগো তুমি জাগো মা”, জাগো বাংলার পুজো সংখ্যায় অশুভ শক্তিকে বিনাশের ডাক মমতার

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version