Friday, November 7, 2025
সুমনা আদক

অতিমারির মধ্যে এমন থমকে যাওয়া সময়ে, প্রকৃতির সাথে শারদীয় মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মায়াবী কণ্ঠে আগমনী সুর জানান দেয় “মা আসছেন “। দেখতে দেখতে সময়ের মুহূর্তগুলো কেমন ডুব দেয় শারদ আনন্দে, দিনে দিনে শারদীয়ার রেশটাই বাংলা তথা ভারতের সীমানা ছাড়িয়ে, পৌঁছে যায় বিশ্বের কোণায় কোণায়।

2020 উলটপুরানে কলকাতার পাশাপাশি ব্রিটেনেও এবারের দুর্গাপুজোর হুজুগটা অনেকটা কম। বার্মিংহাম, ক্রেম্ব্রিজ,কার্ডিফ, গ্লাসগো, এডিনবার্গের পুজো বন্ধের খবরটা ইউনাইটেড কিংডমের অনেক বাঙালিরই প্রায় স্বপ্নভঙ্গ বলা চলে। প্রবাসে এমন বিষণ্ণ সময়ে দাঁড়িয়েও এবারের শারদীয়ার রেশটা ধরে রাখলো লন্ডনের ‘আদি শক্তি ‘-র উদ্যোক্তারা।

সময়টা 2017 লন্ডনের কিছু তরুণ বাঙালির উদ্যোগে হেয়ারফিল্ড অ্যাকাডেমিতে এক গারবা সন্ধেয় প্রতিষ্ঠা পেয়েছিল ‘আদিশক্তি উমা ‘; তৈরী হল কমিটি। ‘আদি শক্তি’ র সূচনার মুহূর্তটা পুজো উদ্যোক্তাদের স্মৃতির পাতায় এখন সতেজ। শুরু হল পথচলা।

ওয়েস্ট ড্রেটন কমিউনিটি সেন্টারএ এবছর উমার আগমন জানান দেয় বাঙালির সবথেকে বড় কার্নিভাল যেকোনো অশুভ শক্তিকে উপেক্ষা করতে পারে নিমেষেই। কিন্তু করোনা আবহে সরকারি নির্দেশিকা বজায় রেখেই পুজো কমিটির সদস্যরা মণ্ডপে জন সমাবেশের দিকটায় বাধ্যতামূলক পদক্ষেপ নিয়েছে এবারে। ষষ্ঠীর বোধন হয়ে অষ্টমীর অঞ্জলি, সন্ধিপুজোর সমাপ্তির পরে কুমারী মায়ের বরণ সবশেষে দশমীতে সিঁদুরে রাঙা হয়ে প্রবাসের বাঙালিরা মেতে ওঠেন এই পূজাপ্রাঙ্গনে। এবারেও তাই থাকবে শুধু মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে।

প্রতিবারই সাবেকিয়ানায় মোড়া একটুকরো কলকাতা ভেসে ওঠে লন্ডনের “আদিশক্তির ” পুজোতে।
সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারেই ব্রাত্য নয়। এখানে তবে এবারের বেশিরভাগ অনুষ্ঠানই হবে অনলাইনে, তা যাই হোক সঙ্কটকালে সেটাই বা কম কিসের। 2020 সংকটকালে পুজো উদ্যোক্তারা লন্ডনের দুস্থ অসহায় সেবাপ্রতিষ্ঠানে তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবছর তাঁরা উদ্যোগ নিয়েছেন নিজেরাই খাবার তৈরি করে বিভিন্ন চার্চ, হোমকেয়ার নানাবিধ সেবাপ্রতিষ্ঠানে পৌঁছে দেবেন।

আরও পড়ুন- চাপে পড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল মণীশ, প্রকৃত অপরাধীরা সামনে আসবেই: ফিরহাদ

লন্ডনের একাধিক দুর্গা পুজো কমিটির মধ্যে “আদিশক্তি ” সত্যিই একটু আলাদা। ভারতীয় সব ধর্মের সব বর্ণের মানুষকে একসাথে নিয়ে চলাই এই পুজোকমিটির প্রধান উদ্দেশ্য। পুজোকর্তা পার্থ চৌধুরী বলেন, শক্তির আরাধনা আমরা সবাই করি তাই মা দুর্গা শুধু বাঙালির কেন হবে, মা সবার তাই আদিশক্তির পুজো হল সবার পুজো এবং মানবতার পুজো। সত্যি, এখানকার ছবিটাও সেকথাই বলে তাই এমন অস্থির সময়েও সাগর পারে বাঙালিদের শারদোৎসবের সার্থকতা চিরন্তন।

আরও পড়ুন- কোভিড আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডো

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version