Saturday, November 1, 2025

একরত্তিকে কোলে নিয়েই কাজে যোগ আইএএস অফিসারের, কুর্নিশ দেশবাসীর 

Date:

একদিকে মাতৃত্ব, অন্যদিকে কর্তব্যপরায়ণতা। করোনা পরিস্থিতিতেই সন্তানের জন্ম দিয়েছেন আইএএস অফিসার। আবার মহামারি পরিস্থিতিতে দায়িত্বও কম নয়। কোনও কাজেই ফাঁকি দিতে রাজি নন তিনি। তাই অভিনব সিদ্ধান্ত নিলেন আইএএস মা। ১৪ দিনে শিশুকে কোলে নিয়ে কাজে যোগ দিলেন গাজিয়াবাদের মোদিনগরেরর আইএএস অফিসার সৌম্যা পান্ডে।

সন্তানকে কোলে নিয়ে সৌম্যার কাজ করার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। সেই ছবি ভাইরাল হতেই প্রশংসার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সৌম্যা তাঁর দুধের শিশুকে কোলে নিয়ে সরকারি অফিসে কাজ করছেন। ২৬ বছরের সৌম্যা শিক্ষাজীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি টেক-এ গোল্ড মেডেল পেয়েছিলেন। ২০১৭ সালের ব্যাচের সৌম্যা আইএএস-এর পরীক্ষায় সেরা দশের মধ্যে ছিলেন। বর্তমানে মোদিনগর উপজেলা আধিকারিক পদে দায়িত্ব সামলাচ্ছেন সৌম্য পান্ডে।

সরকারি কর্মী মানেই কাজে ফাঁকি দেওয়া, এই ধারণাকে কার্যত মুছে দিলেন সৌম্যা। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। সৌম্যা প্রমাণ করলেন সুযোগ নেওয়ার পাশাপাশি বাড়তি দায়িত্বও নিতে হয় সরকারি কর্মীদের। সৌম্যা দেখিয়ে দিয়েছেন, মাতৃত্বের সঙ্গে পেশাদারিত্বের কোনও বিরোধ নেই। চাইলে যে কেউ এই দুই দায়িত্ব একসঙ্গে সামলাতে পারবেন। ১৪ দিনে সন্তানকে নিয়ে দফতরে কাজ করাই নয়, অন্তঃসত্ত্বা অবস্থায় নিয়মিত কাজ করেছেন তিনি। ১৭ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এরপর ১ অক্টোবর কাজে যোগ দেন সৌম্যা। প্রশংসার ঝড় বয়ে গেলেও তাতে কর্ণপাত করছেন না তরুণী। বরং তাঁর মতে, তিনি জাপানের উদাহরণ দিয়ে বলেন, সে দেশের মহিলারা ডেলিভারির পরেই কাজে যোগ দেন। মা ও বাচ্চা সুস্থ থাকলে এটায় কোনও ভুল নেই।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সদ্যোজাত সন্তানকে নিয়ে পার্লামেন্টে যোগ দিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। অধিবেশনের মাঝেই স্তন্যপানও করিয়েছিলেন তাকে। সে সময়ে ভাইরাল হয়েছিল মাতৃত্ব এবং নিজের কর্তব্য পালনের দৃষ্টান্ত। এবার দেশের মাটিতেই দৃষ্টান্ত স্থাপন করলেন সৌম্যা। দফতরে বসে যত্নে ও নিরাপত্তায় কোনও আপস করছেন না নতুন মা। প্রতিটি ফাইল স্যানিটাইজ করেন বারবার। মাস্ক ছাড়া কাউকে ঘরে ঢুকতে দেন না। দায়িত্বশীল এই নতুন মা ও তরুণ আধিকারিকের ভূমিকাকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

আরও পড়ুন:১০০ টাকার নতুন কয়েন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version