Monday, August 25, 2025

চোখে জল কিমের, নত মস্তকে চাইছেন ক্ষমা! অবাক দৃশ্যে বিস্মিত বিশ্ব

Date:

তাঁর নামের পাশে সর্বদা বিশেষণ বসে ‘দোর্দণ্ডপ্রতাপ’। একনায়কত্বের শাসনে ‘একুশে আইন’-এর নানাবিধ কর্মকাণ্ড মাঝেমধ্যে উঠে আসে সংবাদ শিরোনামে। উত্তর কোরিয়ার সেই শাসক কিম জং উন এবার ধরা দিলেন কাঁদো-কাঁদো চোখে। নতমস্তকে তাঁকে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেল উত্তর কোরিয়ার মানুষের কাছে। কিন্তু কেন হঠাৎ এমন পরিবর্তন? জানা গিয়েছে, বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকার চোখে চোখ রাখলেও মারণ অদৃশ্য ভাইরাস করোনার কাছে পরাজিত তিনি। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন কোভিড পরিস্থিতিকে সামাল দিতে। যার জেরেই এই প্রথমবার ছলছল চোখে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন বেপরোয়া শাসক কিম।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রের খবর, উত্তর কোরিয়ায় নিজের রাজনৈতিক দলের ৭৫ তম বার্ষিকীতে বক্তব্য রাখার সময় কিমকে দেখা গিয়েছে এক সংবেদনশীল শাসকের ভূমিকায়। তিনি বলেন, উত্তর কোরিয়ার সাধারন মানুষের প্রত্যাশা মতো কাজ করতে পারেননি তিনি। তাই সকলের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এরপরই চোখের চশমা খুলে চোখ মুছতে দেখা যায় কিমকে। পাশাপাশি আবেগঘন বক্তৃতায় তিনি বলেন, কিম ২ সাং ও কিম জগ ইলের উদ্দেশ্য পূরণ করার জন্য দেশবাসী আমাকে এই দায়িত্ব দিয়েছে। কিন্তু আমি অনেক চেষ্টার পরও মানুষের জীবনের সমস্ত অসুবিধা দূর করতে পারিনি। যা আমার কাছে অত্যন্ত আফশোসের বিষয়।

তবে উত্তর কোরিয়ার একনায়কের এভাবে জলভরা চোখে আবেগঘন মুহূর্ত দেখে সমালোচকদের দাবি, কিমের এমন ভোল বদলের অন্যতম কারণ করোনাভাইরাস ও পারমাণবিক অস্ত্রের উপর বিধিনিষেধ। বিশ্বের পাশাপাশি সম্প্রতি উত্তর কোরিয়াতেও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনার প্রকোপ। এহেন পরিস্থিতির মাঝেই পারমাণবিক অস্ত্রের ওপর বিধিনিষেধের কারণে প্রবল চাপের মধ্যে রয়েছে তার নেতৃত্ব। সবে মিলে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কোরিয়ায়।

আরও পড়ুন: ফের তীরে এসে ডুবল তরী, আবার মাঝপথে বন্ধ হল করোনা ভ্যাকসিনের ট্রায়াল

নিজের আবেগঘন বক্তৃতায় করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্ব যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে সে কথা তুলে ধরেন কিম। পাশাপাশি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তবে যাই হোক না কেন বরাবরের বিতর্কিত এই একনায়ক শাসকে চোখে রীতিমতো বিস্মিত গোটা পৃথিবী।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version