Sunday, August 24, 2025

ভারতের বিদেশ মন্ত্রকের তৎপরতায় লিবিয়ায় অপহৃত সাতজন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৪ সেপ্টেম্বর লিবিয়ার অ্যাসওয়ারিফ থেকে অপহৃত হন অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের সাত বাসিন্দা। অপহরণের সময় তাঁরা ভারতের বিমান ধরার উদ্দেশে ত্রিপোলি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। লিবিয়ায় ভারতের কোনও রাষ্ট্রদূত নেই। তাই প্রতিবেশী দেশ টিউনিশিয়ার রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল বিষয়টিতে হস্তক্ষেপ করেন। ওই ভারতীয়রা ব্রেগা এলাকায় নিজেদের সংস্থার অধীনে এখন রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা অল শোলা অল মুদিয়া নামে একটি সংস্থার হয়ে কাজ করতে লিবিয়া গিয়েছিলেন।

আরও পড়ুন- এবার কারা পেলেন অর্থনীতিতে নোবেল?
অপহৃত ভারতীয়দের মুক্তিতে বড় ভূমিকা পালন করেন টিউনিশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল। তিনি ওই মুক্তি পাওয়া সাত ভারতীয়ের সঙ্গে নিজে ফোনে কথা বলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সাতজনের দেশে ফেরার ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত তাঁদের ফিরিয়ে আনা হবে ভারতে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করায় ও অপহৃতদের মুক্তির ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ায় লিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত। অপহৃতদের মুক্তির ব্যাপারে সহায়তা করে স্থানীয় কিছু উপজাতির মানুষও। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version