Tuesday, November 4, 2025

ভারতের বিদেশ মন্ত্রকের তৎপরতায় লিবিয়ায় অপহৃত সাতজন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৪ সেপ্টেম্বর লিবিয়ার অ্যাসওয়ারিফ থেকে অপহৃত হন অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের সাত বাসিন্দা। অপহরণের সময় তাঁরা ভারতের বিমান ধরার উদ্দেশে ত্রিপোলি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। লিবিয়ায় ভারতের কোনও রাষ্ট্রদূত নেই। তাই প্রতিবেশী দেশ টিউনিশিয়ার রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল বিষয়টিতে হস্তক্ষেপ করেন। ওই ভারতীয়রা ব্রেগা এলাকায় নিজেদের সংস্থার অধীনে এখন রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা অল শোলা অল মুদিয়া নামে একটি সংস্থার হয়ে কাজ করতে লিবিয়া গিয়েছিলেন।

আরও পড়ুন- এবার কারা পেলেন অর্থনীতিতে নোবেল?
অপহৃত ভারতীয়দের মুক্তিতে বড় ভূমিকা পালন করেন টিউনিশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল। তিনি ওই মুক্তি পাওয়া সাত ভারতীয়ের সঙ্গে নিজে ফোনে কথা বলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সাতজনের দেশে ফেরার ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত তাঁদের ফিরিয়ে আনা হবে ভারতে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করায় ও অপহৃতদের মুক্তির ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ায় লিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত। অপহৃতদের মুক্তির ব্যাপারে সহায়তা করে স্থানীয় কিছু উপজাতির মানুষও। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version