Tuesday, August 26, 2025

ভারতের বিদেশ মন্ত্রকের তৎপরতায় লিবিয়ায় অপহৃত সাতজন ভারতীয় নাগরিক মুক্তি পেয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, গত ১৪ সেপ্টেম্বর লিবিয়ার অ্যাসওয়ারিফ থেকে অপহৃত হন অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত ও উত্তরপ্রদেশের সাত বাসিন্দা। অপহরণের সময় তাঁরা ভারতের বিমান ধরার উদ্দেশে ত্রিপোলি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। লিবিয়ায় ভারতের কোনও রাষ্ট্রদূত নেই। তাই প্রতিবেশী দেশ টিউনিশিয়ার রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল বিষয়টিতে হস্তক্ষেপ করেন। ওই ভারতীয়রা ব্রেগা এলাকায় নিজেদের সংস্থার অধীনে এখন রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা অল শোলা অল মুদিয়া নামে একটি সংস্থার হয়ে কাজ করতে লিবিয়া গিয়েছিলেন।

আরও পড়ুন- এবার কারা পেলেন অর্থনীতিতে নোবেল?
অপহৃত ভারতীয়দের মুক্তিতে বড় ভূমিকা পালন করেন টিউনিশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পুনিত রয় কুন্দল। তিনি ওই মুক্তি পাওয়া সাত ভারতীয়ের সঙ্গে নিজে ফোনে কথা বলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সাতজনের দেশে ফেরার ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। খুব দ্রুত তাঁদের ফিরিয়ে আনা হবে ভারতে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করায় ও অপহৃতদের মুক্তির ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ায় লিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারত। অপহৃতদের মুক্তির ব্যাপারে সহায়তা করে স্থানীয় কিছু উপজাতির মানুষও। তাঁদেরও ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version