Saturday, August 23, 2025

এবার যোগী রাজ্যে একসঙ্গে তিন দলিতকন্যার উপর অ্যাসিড হামলা! প্রকট প্রশাসনিক ব্যর্থতা

Date:

হাথরাসকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের দলিতকন্যা নির্যাতনের ঘটনা সামনে এলো যোগী রাজ্যে। বিজেপি পরিচালিত এই রাজ্যে এবার একসঙ্গে তিন দলিতকন্যার উপর অ্যাসিড হামলার মতো জঘন্য ঘটনা ঘটলো। অভিযোগ, রাতের অন্ধকারে তিন বোনের উপর অ্যাসিড ছুঁড়ে মেরেছে এক অজ্ঞাত পরিচয় যুবক। এবার ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডার পসকা গ্রামের।

জানা গিয়েছে, গতকাল সোমবার রাতে দলিত সম্প্রদায়ের তিন বোন খুশবু, কোমল ও আঁচল বাড়ির ছাদে ঘুমিয়ে ছিল। মাঝরাতে অজ্ঞাতপরিচয় এক যুবক কার্নিশ বেয়ে ছাদে উঠে ঘুমন্ত তিন বোনের উপর অ্যাসিড ছুঁড়ে মারে। পরিবারের লোকেদের অনুমান, ওই যুবকের টার্গেট ছিল বড় বোন খুশবু (১৯)। কিন্তু তাঁর পাশে ঘুমিয়ে থাকা কোমল (৭) ও আঁচলও (৫)আক্রান্ত হয়েছে। তিন বোনের শরীরের অধিকাংশই ঝলসে গিয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে তারা।

পুলিশ সূত্রে খবর, তিন বোনের উপর অ্যাসিড আক্রমণ চালিয়েছে তথাকথিত উঁচু সম্প্রদায়ের কোনও যুবক। পুলিশ হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। খুব স্পর্শকাতর বেদনাদায়ক এই ঘটনা নিয়ে যাতে হাসরাতের মতো কোনওরকম সমস্যা তৈরি না হয়, তাই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে একের পর এক খুন, ধর্ষণ, রাহাজানি, অপহরণের ঘটনা উত্তরপ্রদেশে এখন রোজনামচা। যোগী প্রশাসন যা সামাল দিতে জেরবার। মহিলাদের উপর একের পর এক জঘন্য অপরাধ ঘটে চলেছে উত্তরপ্রদেশে। কিন্তু দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ সেভাবে নজরে আসছে না। বরং, কিছুক্ষেত্রে দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে। পুলিশের ব্যর্থতা দিনদিন প্রকট হচ্ছে বিজেপি শাসিত এই রাজ্যে।

আরও পড়ুন-এবার গোবরের তৈরি চিপ বাঁচাবে নানান কঠিন রোগ থেকে, দাবি কামধেনু আয়োগের চেয়ারম্যানের

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version