Thursday, May 15, 2025

“জাগো তুমি জাগো মা”, জাগো বাংলার পুজো সংখ্যায় অশুভ শক্তিকে বিনাশের ডাক মমতার

Date:

Share post:

মায়ের বোধনের বাকি আরও কিছুদিন। তার আগেই করোনা আবহের মধ্যেই উৎসবের ঢাকে কাঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, নজরুল মঞ্চে দলীয় পত্রিকা “জাগো বাংলা”র পুজো সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

“জাগো বাংলা”র পুজো সংখ্যার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, “মায়ের কাছে প্রার্থনা করব সব বিপদ থেকে আমাদের মুক্ত করে দাও। করোনাকে দূর করে দাও। সবাইকে ভালো রাখো মা। সব পরিবারকে ভালো রাখো”

একইসঙ্গে তিনি বিজেপিকে নিশানা করেন। জাগো বাংলার শারদ সংখ্যাতেও তার প্রতিফলন ঘটেছে। করোনা আবহে অশুভের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার তাঁর লেখা “জাগো তুমি জাগো মা”-শিরোনামে অশুভকে হারানোর বার্তা দিয়েছেন মমতা।

জাগো বাংলা শারদীয়া সংখ্যায় তৃণমূল নেত্রী যেমন করোনা আবহ ও আমফান পরবর্তী বাংলায় মানুষের দুঃখের কথা তুলে ধরেছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন, ঠিক একইভাবে বিজেপিকে নিশানা করেছেন। তাঁর লেখার পরতে পরতে তা ফুটে উঠেছে।

জাগো বাংলা শারদীয়া সংখ্যায় একটা বিষয় স্পষ্ট হয়েছে, একুশের নির্বাচন, বিজেপি ও কেন্দ্র সরকারের জনবিরোধী কার্যকলাপ তৃণমূলের নির্বাচনী ইস্যুর মূল হাতিয়ার হতে চলেছে।

শুধু দলনেত্রী নন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভাপতি সুব্রত বক্সী যেরকম লিখেছেন, “একুশের নির্বাচন কঠিন নয় তাৎপর্যপূর্ণ”। যেখানে তিনি বোঝাতে চেয়েছেন, ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মাটিকে ধর্ম নিয়ে রাজনীতি করে কলুষিত করছে বিজেপি।

রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব জাগো বাংলার পুজো সংখ্যায় বিজেপিকে নিশানা করেছেন। পার্থবাবুর লেখায় ফুটে উঠেছে, কেন্দ্রের শিক্ষানীতি ও শিক্ষায় গৈরিকীকরণ-এর বিষয়টি।

এছাড়াও জাগো বাংলার পুজো সংখ্যায় অভিষেক বন্দোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অন্য নেতা-নেত্রীরা নিজেদের লেখায় করোনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর লড়াই থেকে শুরু করে রাজ্য সরকারের ইতিবাচক পদক্ষেপ-এর পাশাপাশি কেন্দ্রের বঞ্চনা ও মূলত বিজেপিকে তোপ দেগেছেন।

উল্লেখ্য, জাগো বাংলার পুজো সংখ্যার উদ্বোধনের মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, “একদিকে করোনা। একদিকে ডেঙ্গু। একদিকে ম্যালেরিয়া। আর একদিকে ভয়ানক বিজেপি। বাপ-রে বাপ, এতবড় মহামারি আমি আর কোথাও দেখিনি। বাংলায় রাজনীতি করতে গেলে একটু ভদ্রতা। একটু সভ্যতা। একটু সংস্কৃতি। একটু গণতন্ত্র। একটু পরম্পরা মেনে চলতে হয়। আমরা আজেবাজে কথা বলি না। এখানকার সংবাদমাধ্যম পর্যন্ত বাংলাকে অপমান হতে দেয় না। তারা বাজে কথা লেখে না। এটা। বিজেপি বুঝবে না। তাদের বোঝার ক্ষমতাও নেই। কিন্তু বিজেপি যেভাবেই হোক ক্ষমতায় আসতে চাইছে। তাতে করোনায় সবাই মরে গেলে যাক , ওদের ক্ষমতায় আসতেই হবে। আমি বলি অতো সহজ নয়। বিজেপি মনে রাখবে, তোমাদের মত অসুরদের বধ করতেই মা পৃথিবীতে আসেন।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আবেদন করে বলেন, “পুজো করুন। কিন্তু সাবধানতা অবলম্বন করে পুজো করুন। সচেতন থাকুন। মাস্ক পরুন। ভিড় এড়িয়ে চলুন। এবছর আমিও ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করব। বিজয়া দশমীও সচেতনতার সঙ্গে পালন করুন।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের কাছে আবেদন করেন, যে পুজোগুলি খুব সুন্দর ভাবে কোভিড সুরক্ষা বিধি মেনে হবে, তাদের খবর মানুষের কাছে তুলে ধরার জন্য। এই বছরটা উত্তর-দক্ষিণে পুজোর লড়াইয়ের একটু বাইরেই থাকতে বলেন তিনি।

আরও পড়ুন-উত্তরবঙ্গে অভিষেক-পিকে, চলছে ক্ষত মেরামত, চাঙ্গা হচ্ছে তৃণমূল

spot_img

Related articles

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...