Monday, August 25, 2025

চিনা ফৌজকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং, কীসের ইঙ্গিত?

Date:

লাল ফৌজকে যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি থাকতে বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই নির্দেশ ঘিরে আন্তর্জাতিক মহলের প্রশ্ন, আগ বাড়িয়ে কার বিরুদ্ধে যুদ্ধ করতে নামবে চিন? প্রতিপক্ষ কি ভারত, নাকি আমেরিকা সহ অন্য কোনও শক্তি? করোনা বিশ্ব মহামারী তৈরির পর থেকেই আগ্রাসনের নীতি নিয়ে চলা চিনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষুব্ধ দুনিয়ার বহু দেশ। লাদাখ সীমান্ত সংঘাত তৈরির পর চিনকে বিঁধে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশ। আগ্রাসী মনোভাবের জন্য বিশ্বজুড়েই শত্রু বাড়ছে বেজিংয়ের। এই আবহে এবার চিনা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা বলে উপমহাদেশে আরও উত্তেজনা বাড়ালেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজেই।

চিনা সংবাদ সংস্থা ঝিংহুয়াকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার গুয়াংডং-এর সামরিক ঘাঁটি পরিদর্শনে যান। সেখানে তিনি লাল ফৌজের উদ্দেশে বলেন, নিজেদের মন ও জীবনীশক্তিকে তুঙ্গে রেখে এখন থেকেই যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ সতর্কতা জারি রাখতে হবে সেনাবাহিনীকে। পিপলস লিবারেশন আর্মি ও নৌবাহিনীর উদ্দেশে প্রেসিডেন্ট বলেন, দায়বদ্ধতা, বিশ্বাসযোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করতে হবে। একইসঙ্গে তিনি বিভিন্ন জায়গায় সেনা পরিকাঠামো নির্মাণ দ্রুত শেষ করার উপর জোর দিয়েছেন। চিনা প্রেসিডেন্ট যুদ্ধ প্রস্তুতির কথা বললেও তার লক্ষ্য নির্দিষ্টভাবে ভারত কিনা, তা এখনও স্পষ্ট নয়। অনেকেই বলেছেন, চিনের এখন একাধিক শত্রু। তাই যুদ্ধের প্রস্তুতি ভারত নাকি আমেরিকা নাকি দক্ষিণ চিন সাগর বিতর্কে চ্যালেঞ্জ জানানো অন্য কোনও দেশ, তা বুঝতে আরও পর্যবেক্ষণ দরকার। যদিও চিনের একতরফা চোখ রাঙানিকে পাত্তা না দিয়ে যে কোনও মূল্যে সীমান্ত রক্ষায় তৎপর ভারতও। সেনা বাহিনীকে এজন্য পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। চিনের আগ্রাসন ও মিথ্যাচারের রেকর্ড মনে রেখে লাদাখের সর্বোচ্চ ও দুর্গম এলাকাগুলিতে আসন্ন শীতে প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা করে প্রহরা দেবে ভারতীয় সেনা।

আরও পড়ুন- মহম্মদ বাজারে জাতীয় সড়কের উপর ব্রিজে ফাটল, আশঙ্কায় স্থানীয়রা

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version