Tuesday, November 4, 2025

ভার্চুয়ালি উত্তরবঙ্গের পুজো উদ্বোধন, দ্রুত করোনা মুক্তির প্রার্থনা মুখ্যমন্ত্রীর

Date:

করোনাকালে মণ্ডপে গিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করবেন না সে কথা আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল, ১৫ তারিখ থেকে নবান্নে সভাঘর থেকেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন। কিন্তু তার আগে বুধবার, নবান্ন থেকে উত্তরবঙ্গের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এদিন জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ’ এইসব জায়গায় পুজোর উদ্বোধন করেন মমতা।

পুজো প্রস্তুতি নিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কোভিড পরিস্থিতিতে উৎসবের ভিড়কে নিয়ন্ত্রণ করতে হবে। সেই মতো মণ্ডপে গিয়ে উদ্বোধন করার কর্মসূচি থেকে সরে আসেন তিনি।

 

এদিন সেই মতোই উত্তরবঙ্গের পুজো কমিটিগুলি প্রস্তুত ছিল। প্রদীপ, ঢাক, কাঁসর সব কিছু ছিল। বেশ কয়েক জায়গায় উপস্থিত ছিলেন পুরোহিতরা। মুখ্যমন্ত্রী উদ্বোধন ঘোষণার পরেই প্রদীপ জ্বালিয়ে ক্লাবগুলিতে পুজোর উদ্বোধন হয়। এবছর মা দুর্গার কাছে দ্রুত করোনা মুক্তির আশিস চেয়েছেন মুখ্যমন্ত্রী।

সূচি অনুযায়ী, ১৫, ১৬ এবং ১৭ অক্টোবর উত্তর কলকাতা, বেহালা ও যাদবপুর এবং দক্ষিণ কলকাতার পুজোগুলির ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করবেন মমতা। পুজো কমিটি উদ্বোধনের প্রস্তুতি নেবে, ভার্চুয়াল সংযোগ স্থাপন করতে সাহায্য করবে প্রশাসন এবং নবান্নে থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-মুকুল-কৈলাশকে ব্যাক সিটে পাঠিয়ে চমকে দিলেন লকেট

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version