Thursday, August 21, 2025

YouTube-এর দাপটে ব্যাকফুটে Google Play Music, পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Date:

ইউটিউব-এর জনপ্রিয়তায় ক্রমশ ব্যাকফুটে গিয়েছে গুগল প্লে মিউজিক স্ট্রিমিং অ্যাপ। যার জেরে এবার ইউটিউবকে প্রাধান্য দিয়ে গুগল প্লে মিউজিক বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। বিগত কয়েক মাস ধরেই গুগল প্লে মিউজিক স্টোর বন্ধ করা নিয়ে ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে চলেছে সংস্থা। এবার এখান থেকে গান কেনার সুবিধা ও পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ করা হল গুগলের তরফে। জানা যাচ্ছে, ধীরে ধীরে গোটা পরিষেবাটাই বন্ধ করার পথে হাঁটবে এই সংস্থা।

প্রসঙ্গত গুগল প্লে মিউজিক স্টোর হল সেই অ্যাপ, যেখানে ব্যবহারকারী গান কেনা, শোনা এবং প্রিয় গান mp3 ফরমেটে ডাউনলোড করার সুবিধা পেয়ে থাকেন। এই সবকটি সুবিধাই আপাতত বন্ধ হতে চলেছে। গান কেনা ও ডাউনলোড তো বটেই সম্প্রতি ব্রাউজ মিউজিকের অপশন সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপ থেকে। গুগল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্লে স্টোরে গিয়ে মিউজিক স্টোর আর পাওয়া পাবেন না ব্যবহারকারীরা। এবং চলতি মাসের পর থেকে বিশ্বের নানা কনটেন্ট দেখানো বা স্ট্রিম করার ক্ষমতাও হারিয়ে ফেলবে অ্যাপ্লিকেশনটি।

আরও পড়ুন: ‘সরকারি অর্থে কোরান পড়ানো বন্ধ, বন্ধ হবে সব মাদ্রাসা’, বিস্ফোরক অসমের শিক্ষামন্ত্রী

তবে যারা টাকা দিয়ে গান কিনেছেন বা মিউজিক লাইব্রেরি সাজিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে অবশ্য বিকল্প রেখেছে গুগল প্লে মিউজিক কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, গুগল প্লে ব্যবহারকারীদের মিউজিক লাইব্রেরি সরাসরি ইউটিউব মিউজিকে এক্সপোর্ট করতে পারে। যদি ব্যবহারকারী ইউটিউব মিউজিকে সাবলীল না হন এবং সেখানে গান না রাখতে চান সে ক্ষেত্রে গুগল টক আউটের মাধ্যমে কেনা গানগুলিকে গুছিয়ে রাখতে পারবেন তারা। প্রসঙ্গত, এই গুগল টকআউট হল সেই পরিষেবা যেখানে ব্যবহারকারীরা তাদের তথ্য একটা ডাউনলোডেবল আর তাই ফাইলে এক্সপোর্ট করতে পারেন। গুগোল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে চলতি বছরের শেষের দিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এই পরিষেবাটি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version