Tuesday, January 20, 2026

বিপ্লব মিত্রকে কেন ডাকা হচ্ছে না? ক্ষুব্ধ অভিষেকের কড়া নির্দেশ

Date:

Share post:

দলে ফিরে এসেছেন বিপ্লব মিত্র। কিন্তু তাঁকে কেন ব্যবহার করা হচ্ছে না? এখন থেকে সব বৈঠক থেকে কর্মসূচিতে তাঁকে ডাকতে হবে। উত্তরবঙ্গে দলীয় বৈঠকে বসে কড়া নির্দেশ তৃণমূল যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গে বিপ্লব মিত্র শুধু জনপ্রিয় নন, সংঠনও একসময় গড়ে তোলেন। তারপর দল ছেড়ে বিজেপিতে গেলেও মন পড়েছিল তৃণমূলে। দল তাঁকে সসম্মানে ফিরিয়ে নেয়। তা সত্ত্বেও তাঁকে সব কর্মসূচিতে ডাকা হতো না। দক্ষিণ দিনাজপুরকে নিয়ে অভিষেক-পিকের মঙ্গলবারের বৈঠকে ছিলেন জেলা সভাপিতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, মন্ত্রী বাচ্চু হাঁসদা। অভিষেক ও পিকে সোমবার থেকে উত্তরবঙ্গে বৈঠক করছেন। দক্ষিণ দিনাজপুরে দলের এই ঝগড়াঝাটিতে রুষ্ট। বিপ্লবকে নিয়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। বৈঠকের পরে সমস্যা যে অনেকটাই মিটেছে, তা নেতাদের কথায় স্পষ্ট। বাচ্চু ও গৌতম বলেন, ১৯-২০ বছর ধরে বিপ্লব কাজ করেছেন। তাঁর গুরুত্ব অপরিসীম।

তবে এক্ষেত্রে একটাই অসুবিধা, তা হলো বিপ্লবের পদ। সভায় তাঁকে কীভাবে এখন পরিচিত করা হবে? কারণ, দীর্ঘদিন জেলা সভাপতি থাকা বিপ্লবকে সাধারণ কর্মী হিসাবে পরিচিত করানো অসুবিধার। একটি সূত্রে খবর, এই অসুবিধার কথা মেনে নিয়েছেন অভিষেকও। ফলে শীঘ্র তাঁকে সম্মানীয় কোনও পদে ফিরিয়ে দিয়ে কাজের সুবিধা করে দেওয়া হবে।

উত্তরবঙ্গে অভিষেক-পিকের জুটির টানা দুদিন ধরে বৈঠকে দল অনেকটাই চাঙ্গা। বিজেপি যে উত্তরবঙ্গকে টার্গেট করেছে, সে কথা মাথায় রেখে দলের ভেদাভেদ মুছে দিতে বদ্ধপরিকর। এখন শুধু সামনের দিকে তাকাতে চাইছেন নেতৃত্ব।

spot_img

Related articles

সাফল্যের শিখরে সেবাশ্রয়-২ ডায়মন্ড হারবার: মঙ্গলে পরিদর্শনে অভিষেক

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা পার - এমন...

কেমন যাবে আপনার আজকের দিনটি? জানুন…

মেষ: গবেষণায় নতুন দিশা মিলতে পারে। বাড়িতে শুভ কাজের আয়োজন। অর্থাগমে অগ্রগতির ইঙ্গিত। বৃষ: লক্ষ্মীলাভের একাধিক যোগ। কর্মক্ষেত্রে উন্নতির...

ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে...

আধুনিক হচ্ছে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমি! বসছে সিসিটিভি ও আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা

রাজ্যের পুলিশ প্রশিক্ষণের অন্যতম প্রধান কেন্দ্র ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমির ফরেনসিক ও সাইবার ফরেনসিক ল্যাবরেটরির নিরাপত্তা...