Wednesday, August 27, 2025

দলে ফিরে এসেছেন বিপ্লব মিত্র। কিন্তু তাঁকে কেন ব্যবহার করা হচ্ছে না? এখন থেকে সব বৈঠক থেকে কর্মসূচিতে তাঁকে ডাকতে হবে। উত্তরবঙ্গে দলীয় বৈঠকে বসে কড়া নির্দেশ তৃণমূল যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

উত্তরবঙ্গে বিপ্লব মিত্র শুধু জনপ্রিয় নন, সংঠনও একসময় গড়ে তোলেন। তারপর দল ছেড়ে বিজেপিতে গেলেও মন পড়েছিল তৃণমূলে। দল তাঁকে সসম্মানে ফিরিয়ে নেয়। তা সত্ত্বেও তাঁকে সব কর্মসূচিতে ডাকা হতো না। দক্ষিণ দিনাজপুরকে নিয়ে অভিষেক-পিকের মঙ্গলবারের বৈঠকে ছিলেন জেলা সভাপিতি গৌতম দাস, চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, মন্ত্রী বাচ্চু হাঁসদা। অভিষেক ও পিকে সোমবার থেকে উত্তরবঙ্গে বৈঠক করছেন। দক্ষিণ দিনাজপুরে দলের এই ঝগড়াঝাটিতে রুষ্ট। বিপ্লবকে নিয়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন। বৈঠকের পরে সমস্যা যে অনেকটাই মিটেছে, তা নেতাদের কথায় স্পষ্ট। বাচ্চু ও গৌতম বলেন, ১৯-২০ বছর ধরে বিপ্লব কাজ করেছেন। তাঁর গুরুত্ব অপরিসীম।

তবে এক্ষেত্রে একটাই অসুবিধা, তা হলো বিপ্লবের পদ। সভায় তাঁকে কীভাবে এখন পরিচিত করা হবে? কারণ, দীর্ঘদিন জেলা সভাপতি থাকা বিপ্লবকে সাধারণ কর্মী হিসাবে পরিচিত করানো অসুবিধার। একটি সূত্রে খবর, এই অসুবিধার কথা মেনে নিয়েছেন অভিষেকও। ফলে শীঘ্র তাঁকে সম্মানীয় কোনও পদে ফিরিয়ে দিয়ে কাজের সুবিধা করে দেওয়া হবে।

উত্তরবঙ্গে অভিষেক-পিকের জুটির টানা দুদিন ধরে বৈঠকে দল অনেকটাই চাঙ্গা। বিজেপি যে উত্তরবঙ্গকে টার্গেট করেছে, সে কথা মাথায় রেখে দলের ভেদাভেদ মুছে দিতে বদ্ধপরিকর। এখন শুধু সামনের দিকে তাকাতে চাইছেন নেতৃত্ব।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version