সব উৎসবেই কি দেওয়া হয় টাকা? দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে একগুচ্ছ প্রশ্ন কলকাতা হাইকোর্টের

টানা লকডাউনে আর্থিক সঙ্কট। করোনা আবহে অনেকেই বিজ্ঞাপন পাচ্ছে না। এই পরিস্থিতিতে দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করেন পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। সিইএসসি, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলের ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। টাকা নেবে না পুরসভা, মিউনিসিপালিটি। সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্ত। বৃহস্পতিবার, এই মামলার শুনানিতে হাইকোর্টের একগুচ্ছ প্রশ্নের মুখে রাজ্য সরকার। এদিন শুনানিতে আদালত প্রশ্ন তোলে,

• অনুদান কি শুধু দুর্গাপুজোতে দেয় সরকার
• ঈদে কি কোনও অনুদান দেওয়া হয়
• গণতান্ত্রিক ব্যবস্থায় ভেদাভেদ করা যায়
• এভাবে কি টাকা দেওয়া যায়
দুর্গাপুজো নিয়ে আমরা গর্বিত কিন্তু তাই বলে যথেচ্ছভাবে টাকাপয়সা বিলি করা যায় কি
• সরকার বলছে টাকা দেওয়া হচ্ছে মাস্ক-স্যানিটাইজারের জন্য,
সেটা তো সরকারই কিনে দিতে পারত
• সংক্রমণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সেখানে পুজোর অনুমতি কীভাবে
• কী কী সুরক্ষা বিধি মেনে চলা হচ্ছে
• ভিড় নিয়ন্ত্রণে ব্লু প্রিন্ট কী
• পুলিশ সব কাজ করলে ক্লাবকে টাকা কেন

এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

আরও পড়ুন:বিজেপির দুর্গাপুজো? কড়া প্রশ্ন পরিবার থেকেই