Wednesday, May 14, 2025

কোনও রাজনৈতিক দলের নাম বা প্রতীক চিহৃ নেই৷ শুধুই লেখা ‘আমরা দাদার অনুগামী’à§· পাশে ‘দাদা’-র মুখ৷
ভোটের বছরে বাংলার রাজনৈতিক মহল এমন ফ্লেক্স দেখে খানিকটা বিস্মিত ৷ তাদের কৌতূহলি প্রশ্ন, এসব কিসের ইঙ্গিত ?

এ ধরনের ফ্লেক্স প্রথম দেখা গিয়েছিলো কাঁথি, তমলুক এলাকায়৷ তা এখন ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর,জঙ্গলমহলেও৷ রাজ্যের অন্যত্রও তাঁরা সক্রিয়। এ ধরনের ফ্লেক্স ঝুলিয়ে একের পর এক কর্মসূচিও চালাচ্ছেন ‘দাদার অনুগামী’-রা৷

তৃণমূলে কংগ্রেসকর্মী হিসেবে এলাকায় পরিচিতরা বুধবার ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে সবংয়ে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করলেন৷ সঙ্গে বিশাল বাইক মিছিলও হয়েছে। কোনও দল নয়, নেতা-নেত্রী নয়, এমনকী স্লোগানেও দলের নাম উচ্চারিত হয়নি সবংয়ে৷ এই বাহিনী নিজেদের পরিচয় দিচ্ছেন, ‘আমরা দাদার অনুগামী’ বলেই৷


সবংয়ের কর্মসূচিতে অংশ নেওয়া অনুগামীদের প্রত্যেকের গলায় শুভেন্দু অধিকারির ছবি ঝুলছে, এমনই দেখা গিয়েছে৷ সেখানেও লেখা “আমরা দাদার অনুগামী”। হাতে ধরা বড় ব্যানারেও একই কথা লেখা৷ বিভিন্ন এলাকার অনুগামীরা আগেও বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছেন একইভাবে৷ বুধবার সবংয়েও রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারিকে নেতা মেনেই সামাজিক কর্মসূচির আয়োজন করেন তাঁরা৷ করোনা-আবহ তথা লকডাউনের শুরু থেকেই  সামাজিক কাজকর্মকে সামনে রেখেছেন অনুগামীরা৷ এদিনের কর্মসূচিতে তাঁরা দাবি করেছেন, সরকারি বা দলীয় সাহায্যের বাইরেও জঙ্গলমহল-সহ নানা জায়গায় শুভেন্দু অধিকারি নিজ-উদ্যোগে ত্রাণ পাঠিয়েছেন। তখন থেকেই শুভেন্দুর ছবি গলায় ঝুলিয়ে সামাজিক কর্মসূচি চলছে। দলের মধ্যে থেকেই ‘দাদার অনুগামী’-দের এ ধরনের কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেনি তৃণমূল নেতৃত্ব। তবে দলীয়স্তরেই প্রশ্ন উঠেছে,দলে থাকা সত্ত্বেও দাদার অনুগামীদের এই সমান্তরাল কর্মসূচি বাড়ছে কেন এবং কীভাবে ? ওদিকে দাদার অনুগামীরা ঘোষণা করেছেন, আগামী à§§à§® অক্টোবর, বেলা à§© টায় ‘নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটি’র পরিচালনায় গৃহদান ও মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান হবে৷ এই অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু নন, উপস্থিত থাকবেন ‘নেতাই গ্রামবাসীর সেবক’ শুভেন্দু অধিকারি৷

আরও পড়ুন:মণীশ শুক্লা খুনে ২ পুর প্রশাসককে তলব সিআইডি-র

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version