Monday, August 25, 2025

‘দাদার অনুগামী’-দের কর্মসূচি ঘিরে জোর বিতর্ক, উপেক্ষা করছে তৃণমূল

Date:

কোনও রাজনৈতিক দলের নাম বা প্রতীক চিহৃ নেই৷ শুধুই লেখা ‘আমরা দাদার অনুগামী’৷ পাশে ‘দাদা’-র মুখ৷
ভোটের বছরে বাংলার রাজনৈতিক মহল এমন ফ্লেক্স দেখে খানিকটা বিস্মিত ৷ তাদের কৌতূহলি প্রশ্ন, এসব কিসের ইঙ্গিত ?

এ ধরনের ফ্লেক্স প্রথম দেখা গিয়েছিলো কাঁথি, তমলুক এলাকায়৷ তা এখন ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর,জঙ্গলমহলেও৷ রাজ্যের অন্যত্রও তাঁরা সক্রিয়। এ ধরনের ফ্লেক্স ঝুলিয়ে একের পর এক কর্মসূচিও চালাচ্ছেন ‘দাদার অনুগামী’-রা৷

তৃণমূলে কংগ্রেসকর্মী হিসেবে এলাকায় পরিচিতরা বুধবার ‘আমরা দাদার অনুগামী’ ব্যানারে সবংয়ে মাস্ক, স্যানিটাইজার, সাবান বিতরণ করলেন৷ সঙ্গে বিশাল বাইক মিছিলও হয়েছে। কোনও দল নয়, নেতা-নেত্রী নয়, এমনকী স্লোগানেও দলের নাম উচ্চারিত হয়নি সবংয়ে৷ এই বাহিনী নিজেদের পরিচয় দিচ্ছেন, ‘আমরা দাদার অনুগামী’ বলেই৷


সবংয়ের কর্মসূচিতে অংশ নেওয়া অনুগামীদের প্রত্যেকের গলায় শুভেন্দু অধিকারির ছবি ঝুলছে, এমনই দেখা গিয়েছে৷ সেখানেও লেখা “আমরা দাদার অনুগামী”। হাতে ধরা বড় ব্যানারেও একই কথা লেখা৷ বিভিন্ন এলাকার অনুগামীরা আগেও বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছেন একইভাবে৷ বুধবার সবংয়েও রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারিকে নেতা মেনেই সামাজিক কর্মসূচির আয়োজন করেন তাঁরা৷ করোনা-আবহ তথা লকডাউনের শুরু থেকেই  সামাজিক কাজকর্মকে সামনে রেখেছেন অনুগামীরা৷ এদিনের কর্মসূচিতে তাঁরা দাবি করেছেন, সরকারি বা দলীয় সাহায্যের বাইরেও জঙ্গলমহল-সহ নানা জায়গায় শুভেন্দু অধিকারি নিজ-উদ্যোগে ত্রাণ পাঠিয়েছেন। তখন থেকেই শুভেন্দুর ছবি গলায় ঝুলিয়ে সামাজিক কর্মসূচি চলছে। দলের মধ্যে থেকেই ‘দাদার অনুগামী’-দের এ ধরনের কর্মসূচি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেনি তৃণমূল নেতৃত্ব। তবে দলীয়স্তরেই প্রশ্ন উঠেছে,দলে থাকা সত্ত্বেও দাদার অনুগামীদের এই সমান্তরাল কর্মসূচি বাড়ছে কেন এবং কীভাবে ? ওদিকে দাদার অনুগামীরা ঘোষণা করেছেন, আগামী ১৮ অক্টোবর, বেলা ৩ টায় ‘নেতাই শহিদ স্মৃতিরক্ষা কমিটি’র পরিচালনায় গৃহদান ও মহিলাদের সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান হবে৷ এই অনুষ্ঠানে মন্ত্রী শুভেন্দু নন, উপস্থিত থাকবেন ‘নেতাই গ্রামবাসীর সেবক’ শুভেন্দু অধিকারি৷

আরও পড়ুন:মণীশ শুক্লা খুনে ২ পুর প্রশাসককে তলব সিআইডি-র

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version