Thursday, November 6, 2025

কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Date:

কারও জন্য কাজ আটকাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ-এ নেমেছেন, সেটাও কারও জন্য স্তব্ধ হবে না। আজ, বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে তাঁর কাছে প্রশ্ন ছিল, বেহালা পূর্বের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে উন্নয়ন-এর কাজ কি ব্যহত হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “বেহালা পূর্বের বিধায়ককে কেন দেখা যাচ্ছে না, সেই প্রশ্নের উত্তর তিনিই দিতে পারবেন না। তবে বেহালা পূর্বের বিধায়কের জন্য কোনও কাজ আটকে নেই। সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানকার কাউন্সিলররা কাজ করছেন। দলীয় ভাবে সংগঠন কাজ করছে। কারও জন্য কোনও কাজ আটকে নেই।”

একইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকাড়কে কটাক্ষ করেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপাল সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ওনার মাথার ঠিক নেই। তার কোনও প্রসঙ্গে কোনও প্রশ্নের উত্তর আমি দেবো না। আগে ওনার মাথা ঠিক হোক, তারপর উত্তর দেব।”

এর পাশাপাশি পুজো সংক্রান্ত ইস্যু নিয়ে পার্থবাবু বলেন, “দুর্গাপুজোয় যাতে মানুষ কোনওরকম সংক্রমিত না হয় সেই ব্যবস্থা করেই পুজো করা হচ্ছে। দুর্গাপুজা হচ্ছে শুধু বাঙালির প্রধান উৎসব নয়, এটা এখন জাতীয় উৎসব। এই উৎসব হবে ঠিকই, কিন্তু যে যে স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন তা সবাই মানবে। করোনা কিভাবে সামলাতে হয় তা আমাদের সরকার ভালো জানে। করোনার বিরুদ্ধে লড়াই করেই আমাদের দুর্গাপুজা হবে।”

আরও পড়ুন- ইউটিউব চ্যানেল-আইপি টিভিতে সংবাদ পরিবেশন আর নয়

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version