Monday, November 24, 2025

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সরকারি কর্মীদের বেতন থেকে কেটে ১৫৭ কোটি টাকা PM CARES-এ

Date:

Share post:

PM CARES নিয়ে অভিযোগের আর শেষ নেই৷ আজ বা কাল, এই
PM CARES নিয়ে তদন্ত হলে কাঠগড়ায় কে বা কারা উঠবেন, তা অবশ্য এখনই স্পষ্ট নয়৷

প্রায় সব ক’টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন থেকে মোট ১৫৭.২৩ কোটি টাকা জমা পড়েছে PM CARES তহবিলে৷ এবং অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট কর্মীর বেতন থেকে কেটে নেওয়ার পর তা জানানো হয়েছে৷ শুধুমাত্র রেলের কর্মীদের বেতন থেকেই ১৪৬.৭২ কোটি টাকা গিয়েছে প্রধানমন্ত্রীর এই বিশেষ তহবিলে। এক RTI- এর ভিত্তিতে জানা গিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য৷

শুধু রেল নয়, অন্তত ৫০টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন থেকেই কেটে নেওয়া হয়েছে টাকা৷ রেলের কর্মীদের বেতন থেকে ১৪৬.৭২ কোটি টাকা গিয়েছে এই তহবিলে৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহাকাশ গবেষণা বিভাগ। এই দফতরের কর্মীদের বেতন থেকে জমা পড়েছে ৫.১৮ কোটি টাকা। RTI-এর উত্তরে মহাকাশ গবেষণা বিভাগ জানিয়েছে, বেতন থেকে নিজের সামর্থ্য অনুযায়ী কর্মীরা পিএম কেয়ার ফান্ডে সাহায্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সংস্থা, PMO, ডাক ও তার বিভাগের মতো বড় সরকারি দফতর RTI-এর
জবাব দেয়নি। PM CARES তহবিলের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রীর দফতর বা PMO, এর আগেও এতদিন যা সাহায্য তহবিলে জমা পড়েছে, তার তথ্য দিতে অস্বীকার করে জানিয়েছিল, PM CARES তহবিল তথ্য জানার অধিকারের আইনের বা RTI-এর আওতায় পড়ে না। তথ্য পিএমকেয়ারস ডট গভ ডট ইন ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রসঙ্গত, PM CARES তহবিল গত ২৮ মার্চ তৈরি করা হয়েছিল। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউনের কারনে মানুষকে সাহায্য করার লক্ষ্যেই এই ফান্ড গঠন করেন প্রধানমন্ত্রী। গত ৩১ মার্চের মধ্যেই তহবিলে ৩,০৭৬.৬২ কোটি টাকা জমা পড়ে। যার মধ্যে ৩,০৭৫.৮৫ কোটি টাকা ‘স্বেচ্ছায় দান’ করা বলে জানানো হয়েছিল।
RTI-এর আবেদনে এখনও পর্যন্ত জানা গিয়েছে, মোট ২,১০৫ কোটি টাকা ৩৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার মারফত কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি বা CSR হিসাবে PM CARES তহবিলে জমা পড়েছে। আর ২০৪.৭৫ কোটি টাকা ৭টি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের তরফে জমা পড়েছে। ২১.৮১ কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরফে এবং কর্মীদের বেতন থেকে কেটে জমা করা হয়েছে। এই RTI আবেদন করেছিলো দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেস গোষ্ঠী ৷

spot_img

Related articles

বাবা-মায়ের নাম নেই তালিকায়! SIR আতঙ্কে মৃত্যু আদিবাসী যুবকের

রাজ্যে এসআইআর আতঙ্কে মৃতের তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্কে...

সুপ্রিম কোর্টের ৫৩-তম প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি ভবনে শপথ বিচারপতি সূর্য কান্তর 

দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ পদে কাজ করার শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত (Oath Taking ceremony of Surya Kant)।...

ভারতীয় উইং কমান্ডারের মৃত্যুর পরও ‘শো মাস্ট গো অন’! নীরব প্রতিবাদ মার্কিন পাইলটদের

আমি চলে যাব। তার পরেও আমার সহকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে ‘রক এন্ড রোল’ করবে। এই দৃশ্যটাই আমাকে ভাবালো।...

মাতৃদুগ্ধে ইউরেনিয়াম! বিহারের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য

বিহারে (Bihar) মাতৃদুগ্ধে ইউরেনিয়ামের (Uranium found in Breast milk) তথ্য চাঞ্চল্যকর। উদ্বেগজনক। মায়ের বুকের দুধ-নির্ভর শিশুর স্বাস্থ্যের ওপর...