Thursday, August 21, 2025

করোনা রিপোর্ট নেগেটিভ সৌমিত্র চট্টোপাধ্যায়ের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। সঙ্কটজনক হলেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় কিছুটা স্থিতিশীল। এবার তাঁর সেরে ওঠায় মিউজিক থেরাপিকে ব্যবহার করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। কী সঙ্গীত শুনছেন সৌমিত্র? সূত্রের খবর, তাঁর পছন্দের গান ও কবিতা শোনানো হচ্ছে তাঁকে।

একবার সাক্ষাৎকারে সৌমিত্র জানিয়েছিলেন, যদি হঠাৎ চলে যেতে হয়, তাহলে সঙ্গে নিয়ে যাবেন গীতবিতান আর আবোল তাবোল। চিরকালই তাঁর পছন্দের তালিকার প্রথমসারিতে রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্র গানই সবচেয়ে সুখশ্রব্য তাঁর কাছে। আর আছে তাঁর প্রিয় মানিক দা অর্থাৎ সত্যজিৎ রায়ের সিনেমার গান। সেখানে রবি ঠাকুরের গানকেও অন্যভাবে ব্যবহার করেন সত্যজিৎ। ছিল তাঁর নিজের কথায়-সুরে গান, কখনও রবিশঙ্করের সুরে আবহ সঙ্গীত। সেই সবই সৌমিত্র “প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি”।

গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বর্ষীয়ান অভিনেতার। তবে সামান্য জ্বর আছে। সৌমিত্রবাবুর করোনা রিপোর্ট দেখে অনেকটাই চিন্তামুক্ত চিকিৎসকরা। রাতে ভালো ঘুম হয়েছে। কমেছে তন্দ্রাচ্ছন্ন ভাব ও অস্থিরতা। ওষুধেও তিনি সাড়া দিচ্ছেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভালো সাড়া দিচ্ছেন চিকিৎসায়

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version