Wednesday, August 20, 2025

হাথরাস-মামলায় শীর্ষ আদালতে চাপের মুখে যোগী সরকার

Date:

Share post:

হাথরাস-মামলায় শীর্ষ আদালতে চাপের মুখে উত্তরপ্রদেশের আদিত্যনাথ সরকার৷

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হাথরাস- মামলার শুনানিতে নির্যাতিতার পরিবারের তরফে আর্জি জানানো হয়, ওই ঘটনার যে CBI তদন্ত চলছে, তা হোক সুপ্রিম কোর্টে তদারকিতে৷ রাজ্য সরকারকে CBI রিপোর্ট দেওয়া অথবা না-দেওয়া, দুই-ই সমান৷ একইসঙ্গে ওই মামলার শুনানি প্রক্রিয়া দিল্লিতে স্থানান্তরিত করার আর্জিও জানিয়েছে ওই পরিবার। পরিবারের তরফে বলা হয়, মৃত্যুর পর তাঁদের মেয়ের দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে যে ভাবে রাতের অন্ধকারে দাহ করা হয়েছে, তার পর রাজ্য সরকারের উপর তাঁরা আস্থা হারিয়েছেন৷

এই আর্জির ভিত্তিতে সওয়ালের পর উত্তরপ্রদেশ সরকার শীর্ষ আদালতে জানায়, পরিবারের আর্জি সরকার মেনে নিচ্ছে৷ তদন্তের গতিপ্রকৃতির যাবতীয় তথ্য সরাসরি শীর্ষ আদালতেই উত্তরপ্রদেশ সরকার জানাবে৷ উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি হিসাবে রাজ্য পুলিশের DG জানান, কোথায় শুনানি হবে তা স্থির করুক শীর্ষ আদালত। সরকার তা মানতে বাধ্য৷

আরও পড়ুন- করোনায় সংকটে তারাও, দাবি-দাওয়া পুরণে রাজপথে গৃহ-সহায়িকারা

এদিকে, শীর্ষ আদালত এদিনই ইঙ্গিত দিয়েছে, হাথরাস কাণ্ডের CBI- তদন্ত প্রক্রিয়ায় নজর রাখা উচিত এলাহাবাদ হাইকোর্টেরই।

হাথরাস কাণ্ডের যে তদন্ত CBI চালাচ্ছে, তা হোক শীর্ষ আদালতের সরাসরি তদারকিতে, এই আর্জির ভিত্তিতে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার এমন ইঙ্গিতই দিয়েছে দেশের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। অবশ্য এ ধরনের কোনও নির্দেশ আপাতত সুপ্রিম কোর্ট দেয়নি৷ এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, হাথরাস কাণ্ড নিয়ে আদালত আর কোনও সওয়াল শুনতে চায় না৷ এর কারণ, এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ ইতিমধ্যেই বিষয়টিকে সুয়ো-মোটো গ্রহণ করেছে। এদিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেছেন, ‘‘আমরা আপনাদের সকলকে এলাহাবাদ হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছি। তবে শীর্ষ আদালত এক্ষেত্রে চূড়ান্ত তদারককারী হিসাবে থাকছে। বিষয়টির ফয়সালা এলাহাবাদ হাইকোর্টই করবে৷” এ দিন শীর্ষ আদালতের এজলাশে হাজির ছিল হাথরাস-নির্যাতিতার পরিবার।

ওদিকে এদিন শীর্ষ আদালতে উত্তরপ্রদেশ সরকার হলফনামা দিয়ে জানিয়েছে, তারা নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের পরিপূর্ণ নিরাপত্তা দিতে ‘প্রতিশ্রুতিবদ্ধ’। তাঁদের যাতায়াত এবং কারও সঙ্গে সাক্ষাতে হস্তক্ষেপ করা হবে না বলেও জানিয়েছে যোগী সরকার।

আরও পড়ুন- মা-কে বাঁচাতে দুষ্কৃতীদের সঙ্গে একা হাতে লড়াই করল খুদে

spot_img

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...