Thursday, December 18, 2025

‘অশুভ অন্তে শুভোত্থান’, সচেতনতাকে সঙ্গী করেই মাতৃ আরাধনায় তাম্রলিপ্ত সেবক সংঘ

Date:

Share post:

করোনাকে তুচ্ছ করে কাশফুলের হিল্লোল উঠেছে দিগন্তে। শরতের পুঞ্জীভূত মেঘে চঞ্চল হয়ে উঠেছে বাঙালি। মা আসছেন, চতুর্দিকে আবহনের সুর। আনন্দ-উচ্ছ্বাসের এই সমস্ত কিছুর সঙ্গেই এবার বাঙালির হৃদয়ে চেপে বসেছে করোনাসুরের ভয়। তবে থেমে নেই কোনও কিছুই। মাতৃ আরাধনায় জোর কদমে পুজোর আয়োজন শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা। আগত দর্শনার্থীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে সর্তকতা বিধিও। আর সেই সতর্কতাঃ বিধি মেনেই এবার একটু অন্যভাবে পুজোর আয়োজন করেছেন পূর্ব মেদিনীপুরের তমলুকের তাম্রলিপ্ত সেবক সংঘের পুজো কমিটি। এবার তাদের ভাবনা ‘অশুভ অন্তে শুভোত্থান’। পুজো দেখতে আসা প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে সাজানো হয়েছে সমস্ত কিছু।

তাম্রলিপ্ত সেবক সংঘের তরফে জানানো হয়েছে, এবার তাদের এই পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। বর্তমান পরিস্থিতি বিচার করে অন্যান্য বারের চেয়ে এবার একটু অন্যভাবে সাজানো হয়েছে এই পুজো। চলতি বছরে করোনা মহামারী, আমফান নানাবিধ সমস্যায় সমস্ত দিক থেকে এবার মানুষ বিপর্যস্ত। আর ঠিক সেই যায়গা থেকেই তাদের এবারের ভাবনা ‘অশুভ অন্তে শুভোত্থান’। তাম্রলিপ্ত সেবক সংঘের এবারের প্রতিমাশিল্পী শুভদীপ কর্মকার ও দুলাল পাল। ক্লাবের সদস্যরা মিলে তৈরি করেছেন আবহ সঙ্গীত। পুজোর থিমের পরিকল্পনায় রয়েছেন অরূপ মাইতি।

আরও পড়ুন:নির্ঝঞ্ঝাটে পুজো দেখতে চালু ই-পাস! 

দর্শনার্থীদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রেখে একাধিক সুরক্ষা বিধি অবলম্বন করা হয়েছে এই পুজোয়। এ প্রসঙ্গে পুজো কমিটির সদস্য ড: অভিষেক গুছাইত বলেন, এবার পুজো মণ্ডপকে যতটা সম্ভব উন্মুক্ত রাখার চেষ্টা হয়েছে যাতে বাইরে থেকেও দর্শনার্থীরা দেবী দর্শন করতে পারেন। মন্ডপের ভিতরে ঢুকে যারা ঠাকুর দেখবেন তাদের জন্য তিন ফুট দূরত্ব অন্তর সুরক্ষা বলয় করা হয়েছে। একেবারে রাস্তা থেকে মন্ডপের ভিতর পর্যন্ত মন্ডপ স্যানিটাইজেশনের পাশাপাশি আগত দর্শকদেরও হাত স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের প্রত্যেককে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসতে হবে পুজো মণ্ডপে। পুজোর অষ্টমীর পুষ্পাঞ্জলি ফুল স্যানিটাইজার করা হবে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে করোনা পরিস্থিতির মাঝেও সমস্ত রকম সতর্কতাবিধিকে গুরুত্ব দিয়ে পুজোর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুরের তমলুকের তাম্রলিপ্ত সেবক সংঘ।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...