দুর্গাপুজোয় ৬ দিন বন্ধ থাকবে হিলি বন্দরের আমদানি-রফতানি

খায়রুল আলম , ঢাকা

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজো উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ছ’ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি রফতানি  বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন- বিদেশী ফুটবলারদের নিয়ে গোয়া পৌঁছলেন রবি ফাওলার
শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপুুদুর্গাপুজো  উপলক্ষে আগামী ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সকল প্রকার আমদানি-রফতানি বন্ধ থাকবে। আবার ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক হবে।

এই ৬ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে।

Previous article‘অশুভ অন্তে শুভোত্থান’, সচেতনতাকে সঙ্গী করেই মাতৃ আরাধনায় তাম্রলিপ্ত সেবক সংঘ
Next articleসৌরবিকিরণ, সৌরবায়ু থেকে পৃথিবীকে রক্ষা করত চাঁদ! জানালো নাসা