KKR: দায়িত্ব ছাড়ছেন দীনেশ কার্তিক, নেতৃত্বে ইয়ন মরগ্যান

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়লেন দীনেশ কার্তিক। নাইট অধিনায়কত্বের ব্যাটন তুলে দিলেন ইয়ন মরগ্যানের হাতে। অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে কার্তিক তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছেন, তিনি এখন থেকে ব্যাটিংয়ে বেশি নজর দিতে চান। তাই অধিনায়কত্ব করতে আর আগ্রহী নন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে এটাই বড় চমক।

করোনা আবহে এবার দুবাইতে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটে রান না থাকায় সমালোচিত হতে হয়েছিল অধিনায়ক দীনেশ কার্তিককে। সে সময় কার্তিককে অধিনায়কের পদ ছেড়ে দেওয়ায়ও দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু চেন্নাই সুপার কিংস এবং কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে কার্তিকের অধিনায়কত্ব নজর কাড়ে অনুরাগী থেকে বিশেষজ্ঞ মহলে। পাশাপাশি পঞ্জাব ম্যাচে ব্যাটে ঝড় তুলে সমালোচকদের কিছুটা জবাব দেন কার্তিক। কিন্তু আরসিবি ম্যাচে ব্যাট হাতে ফের ব্যর্থ হন কার্তিক।

KKR-এর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, “আমরা দীনেশ কার্তিকের মত একজন অধিনায়ক পেয়ে গর্বিত, যিনি দলকে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এমন সিদ্ধান্ত নেওয়া যে কোনও ক্রিকেটারের জন্য কঠিন। আমরা কিছুটা অবাক হলেও তাঁর সিদ্ধান্তকে সমর্থন করছি।”

আরও পড়ুন-লাদাখের তীব্র ঠান্ডার বেসামাল লালফৌজ, বেঘোরে মারা পড়ছে চিনের জওয়ানরা