Thursday, August 28, 2025

লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই লাদাখ নিয়ে চিনের নাক গলানো উচিত নয়। মনে রাখা উচিত, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনও অধিকারই নেই চিনের। বেজিংয়ের লাদাখ মন্তব্যের কড়া জবাব দিয়ে জানাল ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।“ একইসঙ্গে তিনি এও বলেন, “অরুণাচল প্রদেশ নিয়েও আমাদের বক্তব্য বারবার পরিষ্কার করে বলা হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টি চিনকে সর্বোচ্চ পর্যায়ে বহুবার জানিয়ে দেওয়া হয়েছে।“

প্রসঙ্গত, সোমবার সীমান্ত এলাকায় ৪৪টি নতুন সেতু উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তাতেই গাত্রদাহ বাড়ে চিনের। তারা প্রতিক্রিয়া দেয়, লাদাখকে ভারতের অংশ বলে চিন স্বীকার করে না। পাকিস্তান ও চিন সীমান্তবর্তী অঞ্চলে ৪৪টি সেতু উদ্বোধন হতেই লাদাখের ‘অধিকার’ নিয়ে প্রশ্ন তোলেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যে সেতুগুলি উদ্বোধন করেছিলেন সেগুলি লাদাখ, জম্মু-কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পঞ্জাবের বিভিন্ন সীমান্ত এলাকায় তৈরি করা হয়েছে। সামরিক কৌশলগত দিক থেকে কয়েকটি সেতুর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রের খবর, নতুন সেতুগুলি সেনা বাহিনীর দ্রুত যাতায়াতে অত্যন্ত সহায়ক হবে এবং অস্ত্রশস্ত্র সীমান্তের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে। ভারতের তরফে সীমান্ত পরিকাঠামো উন্নয়ন হতেই চিনা মুখপাত্র বলেছিলেন, “আমি পরিষ্কার করে দিতে চাই, ভারতের দিকে অবৈধভাবে স্থাপিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও অরুণাচল প্রদেশকে চিন স্বীকৃতি দেয় না। সীমান্ত এলাকায় সেনা বিরোধ বাড়ানোর লক্ষ্যে পরিকাঠামো সুবিধার উন্নয়নের বিরুদ্ধে আমরা।” যদিও চিনা মুখপাত্রের হুঙ্কারকে পাত্তা না দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক চিনকে এক্তিয়ারের সীমা মনে করিয়ে দিয়েছে। বলা হয়েছে, লাদাখ, অরুণাচলের মত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিনের নাক গলানো আদৌ সমীচিন নয়।

 

Related articles

বিজেপির আছে এজেন্সি-ক্ষমতা আমাদের আছে মমতা: বিজেপিকে কটাক্ষ করে জবাব সায়নীর

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ (Saayoni...

TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাংলার অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা-সুরে গান ইন্দ্রনীলের 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান মঞ্চে বাংলা ও বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

আগে মানুষ সরকার বেছে নিত, কেন্দ্রীয় সরকার ভোটার বেছে নিচ্ছে: বিজেপিকে তুলোধনা অভিষেকের

”আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে...

লড়ব-গড়ব-জিতব: আঠাশের মঞ্চ থেকে ছাব্বিশের ভোটের বার্তা তৃণাঙ্কুরের

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মেগা-সমাবেশের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur...
Exit mobile version