Monday, November 3, 2025

জল্পনার ফেসবুক পোস্টের পর সাংবাদিক বৈঠক ডেকে বিজেপিতে অস্বস্তি বাড়ালেন মুকুল-পুত্র

Date:

মুকুল রায় পুত্র শুভ্রাংশু একটু পরেই সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। ঘটা করে কাঁচরাপাড়ার বাড়িতে ডেকেছেন সংবাদ মাধ্যমকে। বিষয়টি আরও মাত্রা পেয়ে গিয়েছে শুভ্রাংশুর বৃহস্পতিবার সন্ধেয় একটি ফেসবুক পোস্টের কারণে। শুভ্রাংশু পোস্টে লেখেন ‘রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নিলে কেমন হয়?’ আর তারপরেই এই সাংবাদিক বৈঠক। শুভ্রাংশুর এই হঠাৎ বোমা ফাটানোর ইচ্ছায় সবচেয়ে অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব, আরও বেশি করে বললে বলতে হয় কৈলাশ বিজয়বর্গীয় শিবির।

বছর খানেক আগে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন শুভ্রাংশু। যদিও তৃণমূলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। তারপর নানা সময়ে তৃণমূলে ফিরে আসার গুঞ্জন শোনা যায়। আবার বিজেপিতেও সেভাবে কল্কে না পাওয়ায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন ঘনিষ্ঠ মহলে। শোনা যাচ্ছে আগামী বিধানসভা ভোটে বিজেপি তাকে বীজপুরে প্রার্থী করতেও রাজি নয়। ফলে নিজের মনের মধ্যেই দীর্ঘ দ্বন্দ্ব চলেছে। তার প্রকাশ আজ বেরিয়ে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

কিন্তু মুকুল শিবিরের খবর, সবটাই শুভ্রাংশুর তৈরি করা চিত্রনাট্য। যা বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির তৈরি করে দেওয়া। দলের উপর চাপ তৈরি করার এটা একটা কৌশল। দিনের শেষে এই সাংবাদিক বৈঠক অশ্বডিম্ব প্রসব করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আবার অন্য একটি মহল বলছে, অন্যরকম কিছু ঘোষণা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ বিকেলে বিজেপির মিছিলেও থাকবেন বলে খবর। সব মিলিয়ে রাজনৈতিক মহলের আজ নজর কাঁচরাপাড়ার রায় বাড়িটির দিকে।

আরও পড়ুন : কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version