বিদেশী ফুটবলারদের নিয়ে গোয়া পৌঁছলেন রবি ফাওলার

লাল হলুদের বিদেশী ব্রিগেড নিয়ে ভারতে এলেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাওলার। লিভারপুলের এই বিখ্যাত কোচ শুক্রবার সকালেই বিমান বন্দরে নামেন। সঙ্গে আসেন তিন বিদেশী ফুটবলার ড্যানিয়েল ফক্স, অ্যারন আমাদি ও অ্যান্থনি পিলকিংটন। ৬জন সাপোর্ট স্টাফ এসেছেন। আগামী মঙ্গলবার আসবেন একজন সাপোর্ট স্টাফ ও গোল কিপিং কোচ রবার্ট মিমস। মুম্বই থেকে দুপুর ১২টার ফ্লাইট ধরে ফাওলাররা গোয়া পৌঁছে হোটেল হিলটনে জৈব সুরক্ষার মধ্যে প্রবেশ করেন।

আর এদিন কলকাতা থেকে বাংলার ব্রিগেড পিপিই কিট পড়ে গোয়ার উদ্দেশে রওনা হন। গেলেন মহম্মদ রফিক, রফিক আলি, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, দেবজিৎ মজুমদার, শঙ্কর রায়। গেলেন জেজেও। অন্য রাজ্য থেকেও গোয়া গেলেন ফুটবলাররা।

আজই ক্লাবের নাম আর লোগোর ছাড়পত্র আসতে পারে। ফলে সরকারিভাবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের ফুটবলারদের নামও ঘোষণা করে দিতে পারে।

আরও পড়ুন-KKR: দায়িত্ব ছাড়ছেন দীনেশ কার্তিক, নেতৃত্বে ইয়ন মরগ্যান