Friday, August 29, 2025

প্লেনের মতই উড়ছে আকাশে, কী ছিল ওটা? আতঙ্কে পাইলট থেকে এয়ারলাইন্স ক্রু

Date:

Share post:

ফের দক্ষিণ ক্যালিফর্নিয়ার আকাশে জেটপ্যাক লাগিয়ে উড়তে দেখা গেল এক ব্যাক্তিকে। ঘটনাটি ঘটেছে বুধবার। গত ৬ সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার ঘটল এমন ঘটনা। দুটি ঘটনাই ঘটেছে লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। দেখা গেছে এয়ারপোর্টের অদূরেই জেটপ্যাক লাগিয়ে উড়ছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তবে একই ব্যক্তিকেই দুবার দেখা গেছে কীনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এইবার তাঁকে ৬ হাজার ফুট ওপরে হাওয়ায় উড়তে দেখা গেছে। বুধবার চায়না এয়ারলাইন্সের ক্রু অভিযোগ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর পৌনে দুটো নাগাদ তারা বিমানবন্দরের ৭ মাইল উত্তর পশ্চিম দিকে কিছু একটা উড়তে দেখেছিল। এনপিআরকে এমনটাই জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

আরও পড়ুন : পিটিআই-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল প্রসার ভারতী

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বিষয়টি তদন্ত করে দেখবে। শুধু এই বিষয়টিই নয়, এর আগেও একইভাবে আরেকজনকে জেটপ্যাক লাগিয়ে উড়তে দেখা গিয়েছিল। সেই বিষয়টিরও তদন্ত হবে বলে জানিয়েছে এফএএ।

জেটপ্যাক হলো এমন একটি ডিভাইস যা ব্যক্তির পেছনে বেঁধে রাখা হয়। গ্যাস বা তরল জ্বালানির মাধ্যমে জেট ইঞ্জিন ব্যক্তিকে বাতাসে ভাসিয়ে রাখে।তাই বিমানবন্দরের এত কাছে জেটপ্যাক লাগিয়ে ওড়া নিষিদ্ধ। যে কোনও মূহুর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে।

আরও পড়ুন : কেক কেটে স্বামীর জন্মদিন পালন ৯১ বছরের বৃদ্ধার, ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমোদন ছাড়া বিমানবন্দরের এত কাছে জেটপ্যাক লাগিয়ে ওড়া নিষিদ্ধ। কিন্তু গত ৩০ আগস্ট, এক ব্যক্তিকে স্পোর্টিং জেটপ্যাক লাগিয়ে উড়তে দেখা গিয়েছিল। অভিযোগ, তার কাছে কোনও অনুমোদন ছিল না। এনপিআরকে এমনটাই জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

৩০ আগস্ট, লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরের ৩০০০ ফিট দূরত্বে, উড়ছিল ওই ব্যক্তি। তাও আবার স্পোর্টিং জেটপ্যাক নিয়ে। এই দৃশ্য দেখতে পান দুই পাইলট। তাঁরাই খবর দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলে। যিনি সেদিন কন্ট্রোলের দায়িত্বে ছিলেন, তিনি হতাশ হয়ে বলেছিলেন, এসব শুধু লস অ্যাঞ্জেলসেই হয়। যদিও, বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...