অভিষেকের টোটকায় ২৪ ঘন্টার মধ্যে ঐক্যবদ্ধ হুগলি তৃণমূলের ছবি

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসার ২৪ ঘন্টার মধ্যে হুগলিতে নেতৃত্বের সহাবস্থান। উপলক্ষ্য পুজোর ভার্চুয়াল উদ্বোধন। সৌজন্যে মুখ্যমন্ত্রী।

শ্রীরামপুরের গান্ধী ময়দানে বৃহস্পতিবার বিকেলে শতাব্দী প্রাচীন দুর্গোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আর সেই অনুষ্ঠানে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, বিধায়ক-মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, দিলীপ যাদব সহ জেলায় দলের শীর্ষ নেতৃত্ব। যারা দুদিন আগেও নিজেদের মধ্যে আকচা-আকচিতে ব্যস্ত থাকতেন, তাঁরাই আজ পাশাপাশি দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের সাক্ষী রইলেন।

ডানা ছাঁটার পরেও দিলীপ স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। দিলীপ এদিন সংবাদ মাধ্যমের কাছে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। ডানা ছাঁটা প্রসঙ্গে বলেছেন, এসব আপনাদের কথা। যা করি দলের নির্দেশে করি। সেইসময় দিলীপের পিছনে দাঁড়িয়ে তপন দাশগুপ্তর অর্থবহ হাসি কারওরই চোখ এড়ায়নি। তপন বললেন, আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আর আগামী ভোটে জেলার ১৮টি আসনের মধ্যে সবকটি পাব।

আরও পড়ুন- কারও জন্য উন্নয়ন আটকাবে না, নাম না করে শোভনকে একহাত পার্থর

Previous articleগেইল-রাহুল ঝড়ে উড়ে গেল কোহলি ব্রিগেড
Next articleদেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া প্রয়াত