Tuesday, November 18, 2025

কৈলাশ-বাবুলদের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি কার্যত নস্যাৎ করে দিলেন অমিত শাহ

Date:

কৈলাশ বিজয়বর্গী, বাবুল সুপ্রিয়দের দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন, মোটেই রাজ্যে ৩৫৬ ধারা জারি করার প্রশ্ন আসে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি মোটেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না। রাজনৈতিক দলের নেতারা অনেক কিছু দাবি করতেই পারেন, কিন্তু ভারত সরকারকে অনেক কিছু মাথায় রাখতে হয়।

অমিত শাহ একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমবঙ্গে গম্ভীর পরিস্থিতি। প্রতিদিন সেটা বাড়ছে। ফলে রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি শাসনের এই দাবি করতেই পারেন। করাটা যুক্তিসঙ্গত। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারি, এইসব সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু পরিস্থিতি, অবস্থা, আইন পর্যালোচনা করতে হয়।

অর্থাৎ অমিত শাহ বুঝিয়ে দিলেন, বিজেপি লোক ক্ষ্যাপাতে ৩৫৬-র কথা বলতেই পারে। রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করে রিপোর্টও পাঠাতে পারে। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসলে এগুলো বলা যায় না!

তাই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এখানকার বিজেপি নেতাদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী অবিবেচকের মতো বলেননি। উনি জানেন ৩৫৬-র আগে ৩৫৫ ধারাও রয়েছে। রাজ্যপালের ক’টা রিপোর্ট কিছু যায় আসে না। এই রাজ্যের মানুষ কিন্তু এসব মোটেই সহ্য করবে না।

আরও পড়ুন- ৭২০ পেয়ে নিটে প্রথম শোয়েব, একই নম্বর পেয়ে কেন দ্বিতীয় আকাঙ্ক্ষা?

Related articles

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের...

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর...

বিচারের নাম প্রহসন, হাসিনার সাজা নিয়ে ইউনুস সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তসলিমা

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে। মুজিব কন্যার হয়ে এবার কলম  ধরলেন...

দিল্লি বিস্ফোরণ কাণ্ড: সাত সকালেই ইডির হানা আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অফিসে

দিল্লি বিস্ফোরণের (Delhi car blast case)পর থেকেই তদন্তকারীদের স্ক্যানারে উঠে  এসেছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়(Faridabad’s Al-Falah University)।মঙ্গলবার...
Exit mobile version