Monday, November 10, 2025

রাশিয়ার কোভিড ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ ভারতে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল

Date:

কোভিড ভ্যাকসিন স্পুটনিকের ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। জানালো ডক্টর রেড্ডি। সূত্রের খবর, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে থেকে এই সংস্থাকে ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে। প্রথম দফায় ডিসিজিআই-এর তরফে এই ট্রায়াল বন্ধ করে দিয়েছিল। ফের গত ১৩ অক্টোবর সংস্থার তরফে দ্বিতীয় ও তৃতীয় দফার ট্রায়ালের জন্য অনুরোধ করেন সংস্থাকে।

সংশোধিত প্রোটকলে সংস্থা জানিয়েছে,১০০ জন ভলেন্টিয়ারের উপর দ্বিতীয় দফায় পরীক্ষা হবে। এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বাছাই করা হয়েছে ১৪০০ ভলেন্টিয়ারকে। স্পুটনিকের ভি-এর বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডঃ রেড্ডিস ল্যাবোরেটরি গত মাসেই একটি ঘোষণা করেছিল। ভারতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে স্পুটনিক। কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিকের পরীক্ষামূলক অভিযান থেমে যায়।

ডক্টর রেড্ডিস ল্যাব স্পুটনিক ভারতে ঠিক কতটা কার্যকরী হতে পারে তা খতিয়ে দেখার জন্য বৃহত্তর সমীক্ষার পথে হাঁটতে চাইছিল। তবে তা হতে দেয়নি কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশানের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক স্তরে স্পুটনিক ব্যবহারে সুরক্ষা ও প্রতিরোধ সংক্রান্ত তথ্য এত কম যে এখনই বড় পর্যায়ের সমীক্ষা চালানো ঠিক হবে না। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটির তরফে ৫ অক্টোবর সংস্থাকে জানানো হয় নতুন করে আবেদনের কথা।

স্পুটনিকের বিপণনের দায়িত্বে থাকা রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ভারতের ডঃ রেড্ডিস ল্যাবোরেটরি গত মাসেই ঘোষণা করেছিল ডক্টর রেড্ডি’স ল্যাবকে ১০ কোটি স্পুটনিক ভ্যাকসিন দেওয়া হবে সরবরাহের জন্য।

আরও পড়ুন-করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন কারা? তালিকা তৈরি করল সরকার

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version