Tuesday, November 18, 2025

কৈলাশ-বাবুলদের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি কার্যত নস্যাৎ করে দিলেন অমিত শাহ

Date:

কৈলাশ বিজয়বর্গী, বাবুল সুপ্রিয়দের দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন, মোটেই রাজ্যে ৩৫৬ ধারা জারি করার প্রশ্ন আসে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি মোটেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না। রাজনৈতিক দলের নেতারা অনেক কিছু দাবি করতেই পারেন, কিন্তু ভারত সরকারকে অনেক কিছু মাথায় রাখতে হয়।

অমিত শাহ একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমবঙ্গে গম্ভীর পরিস্থিতি। প্রতিদিন সেটা বাড়ছে। ফলে রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি শাসনের এই দাবি করতেই পারেন। করাটা যুক্তিসঙ্গত। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারি, এইসব সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু পরিস্থিতি, অবস্থা, আইন পর্যালোচনা করতে হয়।

অর্থাৎ অমিত শাহ বুঝিয়ে দিলেন, বিজেপি লোক ক্ষ্যাপাতে ৩৫৬-র কথা বলতেই পারে। রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করে রিপোর্টও পাঠাতে পারে। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসলে এগুলো বলা যায় না!

তাই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এখানকার বিজেপি নেতাদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী অবিবেচকের মতো বলেননি। উনি জানেন ৩৫৬-র আগে ৩৫৫ ধারাও রয়েছে। রাজ্যপালের ক’টা রিপোর্ট কিছু যায় আসে না। এই রাজ্যের মানুষ কিন্তু এসব মোটেই সহ্য করবে না।

আরও পড়ুন- ৭২০ পেয়ে নিটে প্রথম শোয়েব, একই নম্বর পেয়ে কেন দ্বিতীয় আকাঙ্ক্ষা?

Related articles

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...
Exit mobile version