কৈলাশ-বাবুলদের ৩৫৬ ধারা প্রয়োগের দাবি কার্যত নস্যাৎ করে দিলেন অমিত শাহ

কৈলাশ বিজয়বর্গী, বাবুল সুপ্রিয়দের দাবিকে নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝিয়ে দিলেন, মোটেই রাজ্যে ৩৫৬ ধারা জারি করার প্রশ্ন আসে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি মোটেই দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না। রাজনৈতিক দলের নেতারা অনেক কিছু দাবি করতেই পারেন, কিন্তু ভারত সরকারকে অনেক কিছু মাথায় রাখতে হয়।

অমিত শাহ একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পশ্চিমবঙ্গে গম্ভীর পরিস্থিতি। প্রতিদিন সেটা বাড়ছে। ফলে রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতি শাসনের এই দাবি করতেই পারেন। করাটা যুক্তিসঙ্গত। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বলতে পারি, এইসব সিদ্ধান্ত নিতে গেলে অনেক কিছু পরিস্থিতি, অবস্থা, আইন পর্যালোচনা করতে হয়।

অর্থাৎ অমিত শাহ বুঝিয়ে দিলেন, বিজেপি লোক ক্ষ্যাপাতে ৩৫৬-র কথা বলতেই পারে। রাজ্যপাল রাজনৈতিক নেতার মতো আচরণ করে রিপোর্টও পাঠাতে পারে। কিন্তু ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসলে এগুলো বলা যায় না!

তাই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এখানকার বিজেপি নেতাদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী অবিবেচকের মতো বলেননি। উনি জানেন ৩৫৬-র আগে à§©à§«à§« ধারাও রয়েছে। রাজ্যপালের ক’টা রিপোর্ট কিছু যায় আসে না। এই রাজ্যের মানুষ কিন্তু এসব মোটেই সহ্য করবে না।

আরও পড়ুন- ৭২০ পেয়ে নিটে প্রথম শোয়েব, একই নম্বর পেয়ে কেন দ্বিতীয় আকাঙ্ক্ষা?