Sunday, August 24, 2025

নৃশংস! ধর্মনিরপেক্ষতার পাঠ দেওয়ার ‘অপরাধে’ প্যারিসের রাস্তায় মুণ্ডুচ্ছেদ শিক্ষকের

Date:

Share post:

ক্লাসে ধর্মনিরপেক্ষতার পাঠ দিচ্ছিলেন শিক্ষক। আর ওই ক্লাসেই ইসলাম ধর্মগুরু হজরত মহম্মদের কার্টুন চিত্র দেখিয়েছিলেন ছাত্রদের সামনে। এই ‘অপরাধে’ প্রকাশ্যে মুণ্ডুচ্ছেদ করা হলো শিক্ষকের। ঘটনাস্থল ফ্রান্সের রাজধানী শহর প্যারিস। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ।

শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। হত্যাকারীর নাম এখনও জানা যায়নি। ঘটনাস্থলেই নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ সূত্রে খবর, আল্লাহু আকবর রব তুলে এই নৃশংস অপরাধ ঘটিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন নাবালক। ঘাতকের একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তা দেখে পুলিশের অনুমান,  ২০০২ সালে মস্কোয় জন্ম তার। ফরাসি জঙ্গিদমন শাখা এই ঘটনাকে জঙ্গিহানার সঙ্গে তুলনা করেছে।

মৃত ওই ব্যক্তি ইতিহাসের শিক্ষক। প্যারিস থেকে তিরিশ কিলোমিটার দূরে কনফ্লাস সেইন্ট হোনোরাইন। সেখানেই একটি স্কুলে পড়াতেন তিনি। স্থানীয় এক সংবাদ মাধ্যমে এক ছাত্রের বাবা জানান, ওই শিক্ষক খুবই জনপ্রিয় ছিলেন।  ক্লাসে মহম্মদের কার্টুন চিত্র দেখানোর আগে তিনি মুসলিম ছাত্রদের বাইরে যেতে বলেছিলেন। যাতে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে।

যদিও এই ঘটনা ফ্রান্সে প্রথম নয়। শার্লি এবদোর ঘটনায় ২০১৫ সালে তোলপাড় হয় ফ্রান্স। সেই সময় হজরত মহম্মদের একটি ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য প্যারিসেরর ইহুদি সুপারমার্কেট অঞ্চলে শার্লি এবদোর অফিসে আক্রমণ করা হয়। শুক্রবারের ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ঘটনাস্থলেও গিয়েছিলেন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমকে একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, এই ঘটনায় গোটা দেশ শিক্ষকদের পাশে দাঁড়াবে। সংশ্লিষ্ট বিষয় এবং তদন্তের উপর নজর রাখা হচ্ছে বলে জানান ফরাসি অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী।

আরও পড়ুন:পাকিস্তানে ইমরান সরকারকে উৎখাত করার ডাক দিল সে দেশেরই জনগণ!

spot_img

Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...