Thursday, August 21, 2025

আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা

Date:

আর্থিক দুর্নীতির অভিযোগে এবার মুখ পুড়ল রাজ্য বিজেপির। গ্রেফতার হলেন বিজেপি প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা সঞ্জীব পাল। শুক্রবার ওই নেতাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার অফিসাররা। শনিবার নগর দায়রা আদালতে তোলা হয়েছে তাকে। জানা গেছে, বর্তমানে আলিপুরদুয়ারের আরটিও অফিসের পোস্টিং ছিলেন সঞ্জীব পাল নামের ওই অভিযুক্ত সরকারি কর্মচারী।

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জীব পালের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। একের পর এক অভিযোগের কারণে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। গত এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে এফআইআর দায়ের করা হয়। সুত্রের খবর, ওই ব্যক্তির কাছে ৬২ লক্ষ টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। এর পরই শুক্রবার রাতে গ্রেফতার করা হয় সঞ্জীব পালকে। জানা গিয়েছে, একটা সময় তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির নেতা ছিলেন সঞ্জীব। সরকারের ওপর তলার কর্তা ব্যক্তিদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাঁর।

আরও পড়ুন: করোনা আক্রান্ত দিলীপের সঙ্গে কারুর সাক্ষাৎ হয়নি, জানাল হাসপাতাল

এরপর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ওই নেতা। তাঁর বিজেপি যোগ নিয়ে অসন্তোষও দেখা গিয়েছিল গেরুয়া শিবিরের অন্দরে। এদিন সঞ্জীবের গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সংকেত চক্রবর্তী বলেন, ‘দুর্নীতির অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত সরকারের।’ পাশাপাশি এই ধরনের দুর্নীতির ঘটনার জেরে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version