Saturday, August 23, 2025

এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার বান্ধবীকে ধর্ষণ এবং পরে গর্ভপাত করানোর অভিযোগে কাঠ গড়ায় মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী। বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও জোর করে গর্ভপাতের অভিযোগ মামলা রুজু করা হয়েছে৷ তবে তিনি একা নন, হুমকির অভিযোগে কাঠগড়ায় যোগিতাবালি চক্রবর্তীও।

নির্যাতিতার লিখিত অভিযোগ অনুযায়ী, ২০১৫ থেকে তিনি মহাক্ষয়ের সঙ্গে রিলেশনশিপে ছিলেন৷ অভিযোগ, বান্ধবীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন মিমো৷ এরপর তাঁকে বাড়িতে ডেকে ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে খাইয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন তিনি। এরপরে প্রায় ৪ বছর লাগাতার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন মহাক্ষয়৷ লাগাতার শারীরিক সম্পর্কের ফলে গর্ভবতী হয়ে পড়লে মিমো তাঁকে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ। নির্যাতিতা এও অভিযোগ, যে মহাক্ষয় ও তাঁর মা বিষয়টি ধামা চাপা দিতে ওই তরুণীকে হুমকি দিয়েছিলেন ৷

আগে এফআইআর করেন ওই তরুণী ৷ এরই মাঝে তিনি দিল্লি চলে যান৷ সেখানে রোহিণী আদালতে এফআইআর দায়েরের আবেদন জানান৷ আদালতের নির্দেশ মুম্বইয়ের এক থানায় অভিযোগ করেন তিনি।

কিন্তু প্রশ্ন উঠছে, ২০১৫ থেকে ১৯-এর মধ্যে যে ঘটনা ঘটেছে ২০২০-র শেষে এসে সেই ঘটনায় কেন অভিযোগ দায়ের করতে যাচ্ছেন ওই তরুণী? আরও প্রশ্ন, তাঁকে লাগাতার ধর্ষণ করার পরেও কেন মিমোকেই বিয়ে করতে চেয়েছিলেন তিনি? বিষয়টি নিয়ে কেন আগেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি? তাহলে কি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই এখন অভিযোগের পাহাড় জমছে? বিষয়টি আদালতে বিচারাধীন বলে উত্তর এড়িয়ে গিয়েছেন অভিযোগকারিণী।

আরও পড়ুন-নিজের বাড়িতেই গুলিবিদ্ধ শৌর্য চক্র প্রাপ্ত বলবিন্দর সিং

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version