Thursday, August 28, 2025

প্রায় শুরু দুর্গোৎসব। শনিবার প্রথমা। আর সেদিনই পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের শহিদদের পরিবার ও আন্দোলনে আহতদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু এই অনুষ্ঠানে কোথাও তৃণমূল কংগ্রেসের কোনও উল্লেখ নেই। ব্যানারেও একা শুভেন্দু অধিকারী ছবিই দেখা গেল।

বরাবরই সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন তিনি। লকডাউনের সময় বিভিন্ন জায়গায় ত্রাণ বিলি-সহ অন্যান্য কাজে দেখা গিয়েছে শুভেন্দুকে। আমফানেও আটকে থাকেনি গরিব মানুষের পাশে দাঁড়ানোর তাঁর কর্মসূচি। তবে সবক্ষেত্রেই তৃণমূলের ব্যানারে নয়, ব্যক্তি উদ্যোগে বা কোন সমাজ সেবামূলক সংগঠনের মাধ্যমে এই কাজগুলি করছেন শুভেন্দু। এদিন সকাল সাড়ে দশটায় কৃষক বাজারে উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নন্দীগ্রামের শহিদদের পরিবারকে সম্মান জ্ঞাপন করেন শুভেন্দু। তাদের হাতে তুলে দেন দুর্গাপুজোর উপহার। বাদ পড়েনি আহতরাও। সেখানেও শাসকদলের কোনও উল্লেখ নেই। মঞ্চের পিছনে যে ব্যানারটা রয়েছে, সেখানেও শাসকদল বা তার কোনো কমিটির নাম নেই। নেই শুভেন্দু অধিকারী ছাড়া আর কারও ছবি।

বিভিন্ন সময় নন্দীগ্রামে আন্দোলনের শহিদ, তাঁদের পরিবার, এই আন্দোলনে যুক্ত সবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বারবার মনে করিয়ে দিয়েছেন রাজ্যে রাজনৈতিক পালাবদলে নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকার কথা। পুজোর উৎসবেও তিনি যে তাঁর একসময়ের সহযোদ্ধাদের ভোলেননি, এদিন উপহার তুলে দিয়ে সেটাই বোঝালেন শুভেন্দু। তবে, সেখানে শাসকদলের কোনও উল্লেখ না থাকায় জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- কাপুর পরিবারে ফের বসছে বিয়ের আসর, পাত্র করিশ্মা-করিনা কাপুরের ভাই আদর

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version