Saturday, August 23, 2025

দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক, কুইজমাস্টার, CAB-র প্রশাসনিক প্রধান, BCCI- প্রেসিডেন্টের এ বার আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা, ICC-র গুরুত্বপূর্ণ পদ পাওয়া প্রায় নিশ্চিত৷ সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন দীপাবলিতেই ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায় ICC-র ডেপুটি চেয়ারম্যান পদে বসতে চলেছেন৷ শুক্রবার ICC সূত্রে এমনই খবর মিলেছে। ভারতের শশাঙ্ক মনোহর ছিলেন শেষ ICC চেয়ারম্যান। তাঁর জায়গায় নতুন ICC প্রধান আসবেন। অনেকেই চেয়েছিলেন, সৌরভ-ই আসুন চেয়ারম্যান পদে। কিন্তু সৌরভকে ICC চেয়ারম্যানের পদ নিতে হলে বোর্ড প্রেসিডেন্টের চেয়ার ছাড়তে হবে। যেটা তিনি এখনই করতে নারাজ। দুবাইয়ের ICC সদর দফতরের খবর, কর্তারা চাইছেন, সৌরভকে অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে বসিয়ে ICC প্রশাসনে নিয়ে আসতে। এমন পদে যাতে তাঁকে বোর্ডের পদ ছাড়তে না হয়৷ তাই প্রাক্তন ভারত অধিনায়ককে ICC-র ডেপুটি চেয়ারম্যান করা হবে বলেই শোনা যাচ্ছে। ডেপুটি চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে সে রকম কোনও শর্ত নেই। ICC-র অভিমত, ক্রিকেটের এমন কঠিন পরিস্থিতিতে সৌরভের মতো কেউ ডেপুটি চেয়ারম্যান হলে ICC প্রশাসনই শক্ত হবে।

সৌরভ এই পদে যোগ দিলে ডেপুটি চেয়ারম্যানের পদটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
এদিকে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে BCCI আবেদন করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের মেয়াদ বাড়ানোর জন্য। সর্বোচ্চ আদালত যদিও জানিয়েছে, এই আবেদনের শুনানি পরে হবে, তত দিন এই পদাধিকারীরাই বোর্ডের কাজ চালান।

আরও পড়ুন-অধিনায়ক বদল করেও ভাগ্য ফিরল না! মুম্বইয়ের বিরুদ্ধে ৮ উইকেটে হার কলকাতার

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version