Sunday, August 24, 2025

উমা বন্দনার প্রস্তুতি তুঙ্গে রাজধানীতে। শর্তসাপেক্ষে রাজধানীতে সর্বজনীন পুজোর অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেই নিয়ম মেনে এবার দিল্লির চিত্তরঞ্জন পার্ক থেকে করোলবাগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ঘটপুজোর আয়োজন করা হয়েছে দিল্লির করোলবাগে।

দিল্লি সরকার জানিয়েছে-

১. ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডেল বা অন্য কোনও জায়গায় র্‌্যালি, খাবারের স্টল, প্রদর্শনী, শোভাযাত্রা করা যাবে না।

২. কোনও বদ্ধ জায়গায় অনুষ্ঠান হলে ন্যূনতম ৫০ শতাংশ মানুষের জমায়েত হতে পারে। কিন্তু সেই সংখ্যা কখনই ২০০-র বেশি হবে না।

৩. খোলা জায়গায় অনুষ্ঠান হলে সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪. প্যান্ডলের ভেতরে ঢোকা এবং বেরোনোর জন্যতে আলাদা গেট করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

৫. ভিডিও রেকর্ডিং করা বাধ্যতামুলক। সেই ভিডিও পাঠাতে হবে জেলা শাসকের কাছে।

৬. জেলা শাসক প্রত্যেক মণ্ডপে একজন নোডাল অফিসার মোতায়েন করবেন। পাশাপাশি গাইডলাইন মানা হচ্ছে কি না তা দেখতে পুলিশও মোতায়েন করা হবে।

এই নিয়ম মেনে এবার পুজোর আয়োজন করেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক। পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ‘‘এবার শুধু পুজো হচ্ছে। কোনও সেলিব্রেশন হচ্ছে না। কোনও উৎসবের রং নেই। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। ভোগ, প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবার তা হবে না। দর্শনার্থীদের সুবিধার জন্য অনলাইন পুজো, অনলাইন অঞ্জলীর আয়োজন করেছি। কেউ যদি বিশেষ ভোগ চান, তাহলে সেটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’

আরও পড়ুন:ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version