Tuesday, November 4, 2025

দিঘার পথে দুর্ঘটনার কবলে পর্যটকরা, মৃত ১ মহিলা, আহত ১০

Date:

দিঘার রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাইভেট কারের সঙ্গে মাছবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কের ওপর হেঁড়িয়ার ঠাকুরনগর পেট্রোল পাম্পের কাছাকাছি। পুলিশ সূত্রে খবর, মৃত সানু বিবির বাড়ি উত্তর ২৪ পরগনা মিনাখাঁ থানা এলাকায়। দুর্ঘটনায় মহিলার তিনবছরের শিশুপুত্র ছাড়াও আহত হয়েছেন তাঁর স্বামী।

আরও পড়ুন : দক্ষিণ দিনাজপুরের তিন বিতর্কিত নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর্যটকদের গাড়িটি দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। আচমকা উল্টোদিক থেকে আসা একটি মাছবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে একটি প্রাইভেট কারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পিছনে ছিল আরও দুটি গাড়ি। পর পর তারাও এসে ধাক্কা মারে প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে। ঘটনাটি এত দ্রুত ঘটে, একটি গাড়ি উল্টে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। গাড়ির লোকজন ছিটকে পড়েন রাস্তায়।

প্রচণ্ড শব্দ পেয়ে ছুটে আসেন আশেপাশের মানুষজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনাগ্রস্ত চারটি গাড়ি থেকে আহতদের বের করে আনেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হেঁড়িয়া থানার পুলিশ৷ দুর্ঘটনায় ওই মহিলা পর্যটক ছাড়াও আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর৷ তাঁদের প্রথমে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ গুরুতর আহতদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়৷

আরও পড়ুন : ৩০ ঘণ্টার ব্যবধানে ফের আগুন বউবাজারে, এলআইসি বিল্ডিংয়ে আগুনে জখম ৩

এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় জাতীয় সড়কের ওপর। পুলিশের চেষ্টায় পরে স্বাভাবিক হয় যান চলাচল।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version