Sunday, November 16, 2025

উমা বন্দনার প্রস্তুতি তুঙ্গে রাজধানীতে। শর্তসাপেক্ষে রাজধানীতে সর্বজনীন পুজোর অনুমতি দিয়েছে কেজরিওয়াল সরকার। সেই নিয়ম মেনে এবার দিল্লির চিত্তরঞ্জন পার্ক থেকে করোলবাগে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র ঘটপুজোর আয়োজন করা হয়েছে দিল্লির করোলবাগে।

দিল্লি সরকার জানিয়েছে-

১. ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডেল বা অন্য কোনও জায়গায় র্‌্যালি, খাবারের স্টল, প্রদর্শনী, শোভাযাত্রা করা যাবে না।

২. কোনও বদ্ধ জায়গায় অনুষ্ঠান হলে ন্যূনতম ৫০ শতাংশ মানুষের জমায়েত হতে পারে। কিন্তু সেই সংখ্যা কখনই ২০০-র বেশি হবে না।

৩. খোলা জায়গায় অনুষ্ঠান হলে সামাজিক দূরত্ব অবশ্যই মানতে হবে।

৪. প্যান্ডলের ভেতরে ঢোকা এবং বেরোনোর জন্যতে আলাদা গেট করতে হবে। মাস্ক ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না।

৫. ভিডিও রেকর্ডিং করা বাধ্যতামুলক। সেই ভিডিও পাঠাতে হবে জেলা শাসকের কাছে।

৬. জেলা শাসক প্রত্যেক মণ্ডপে একজন নোডাল অফিসার মোতায়েন করবেন। পাশাপাশি গাইডলাইন মানা হচ্ছে কি না তা দেখতে পুলিশও মোতায়েন করা হবে।

এই নিয়ম মেনে এবার পুজোর আয়োজন করেছে দিল্লির চিত্তরঞ্জন পার্ক। পুজো উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, ‘‘এবার শুধু পুজো হচ্ছে। কোনও সেলিব্রেশন হচ্ছে না। কোনও উৎসবের রং নেই। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন। ভোগ, প্রসাদ দেওয়া হয়। কিন্তু এবার তা হবে না। দর্শনার্থীদের সুবিধার জন্য অনলাইন পুজো, অনলাইন অঞ্জলীর আয়োজন করেছি। কেউ যদি বিশেষ ভোগ চান, তাহলে সেটা বাড়িতে পৌঁছে দেওয়া হবে।’’

আরও পড়ুন:ষষ্ঠীর দিন বিজেপির পুজো উদ্বোধনে মোদি, নাচের অনুষ্ঠানে ডোনা

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version